রামছাগলটি আবার পলাইলো

দীক্ষক দ্রাবিড় এর ছবি
লিখেছেন দীক্ষক দ্রাবিড় (তারিখ: মঙ্গল, ২৩/০৫/২০০৬ - ৮:৩৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


সে পলায়। মাঝে মাঝেই পলায়। যখনি ধরা খায়। তাড়া খায়। তখনি পলায়। মুখার সাথে ভ্যা ভ্যা করিয়া তাড়া খাইলো। পরে পলাইলো। বলিলো ফিরিয়া আসিয়া নতুন সুরে ভ্যা ধরিবে। কিন্তু আর সে সুর ধরে না। আড্ডাবাজ অবশ্য ভালো বলিয়াছেন। ছাগল ও বানরেরা চিড়িয়াখানার শোভা। ইহাদেরকে বিরক্ত না করাই ভালো। কিন্তু এইটি রামছাগল ও বদরুল আহমেদের ভাষায় সে নিজেকে জ্ঞানী রামছাগল ভাবে। তাই তাহার শাস্তির ব্যবস্থা করা উচিত।

আপনারা রামছাগলীয় ভাষার বিভিন্ন প্রমাণাদি তুলে ধরুন। প্রতিযোগিতায় অংশ নিন। আর এই লোগোটা ব্যবহার করে লেখা দিন। ছাগলটির দাড়ি থাকুক বা না থাকুক তাহাকে ভ্যা ভ্যা করিতে দেয়া হইবে না। ইহা জনস্বার্থে।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।