আস্তকে কি দেখা যায়? ঃছবি তোলার ছবি

দীক্ষক দ্রাবিড় এর ছবি
লিখেছেন দীক্ষক দ্রাবিড় (তারিখ: শনি, ০৫/০৮/২০০৬ - ৮:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:


ছবি দেখেন। ছবি তুলছেন একজন। তার মুখ দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে পেছনটা। তিনি আপাদমস্তক সাদা কাপড়ে ঢাকা। সামনে যারা দাঁড়িয়ে তাদের পা থেকে মাথা কালো কাপড়ে ঢাকা।

চোখ দেখা যাচ্ছে পাঁচ জোড়া। অবশ্য কারো বোরকার নীচে কেডসও দেখা যাচ্ছে। ছবিটা তোলার স্থান অস্ট্রেলিয়া।

আমাদের ব্লগের কেউ পোজ দিয়ে ঐ লাইনে দাঁড়িয়ে আছে কিনা?? : নাহ আমি বলবো না। আপনারা খুঁজে বের করুন।

অরূপ নাকি ভালো ক্যাপশন দিয়ে মাশীদের মন পেয়েছিলো। আমি গ্যারান্টি দিচ্ছি অভিনন্দনের। কেউ চাইলে ছবি নিয়ে গল্প, ছড়া ও কবিতাও লিখতে পারেন। রহস্য কাহিনীও চলবে। যার যা মনে আসে তা। বিষয়: ছবি তোলার ছবি।

আচ্ছা আমার একটা প্রশ্নছিল যারা ছবি তুলেছে এভাবে তারা নিজেদের ছবি কিভাবে চিনবে?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।