সদ্যজাত উল্লুক ছানার জন্য নাম প্রস্তাব করুন

দীক্ষক দ্রাবিড় এর ছবি
লিখেছেন দীক্ষক দ্রাবিড় (তারিখ: বুধ, ১৫/১১/২০০৬ - ৫:২৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


তিন তিনটা রয়েল বেঙ্গল টাইগারের বাচ্চা মরে গেছে ঢাকা চিড়িয়াখানায়। বাঘের বাচ্চা মারা যাবেই। সেজন্য দেশে নানা কায়দা করা আছে। কিছুতে কিছু না হলে আছে পুলিশের ট্রাক। অথচ খবর বেরিয়েছে চিড়িয়াখানায় জন্ম নিয়েছে একটি উল্লুক ছানা। খুবই বিরল ঘটনা। উল্লুকের ছানা জন্মানোয় হতবাক ও বিস্মিত চিড়িয়াখানা কর্মকর্তা। এত অবাক হওয়ার কি আছে? যে দেশে বাঘের বাচ্চা বাচে না সেদেশে উল্লুকের বাচ্চাই তো জন্মাবে। কিন্তু এই উল্লুকছানার নাম কি হওয়া উচিত। দেশের এই পরিস্থিতি। এর মধ্যে উল্লুকছানাটির জন্ম। নামটা গণতান্ত্রিকভাবেই দেয়া হোক। তো আপনারা কী নাম দিতে চান?(ডিসক্লেইমারঃ তীরন্দাজের প্রাণীকূল সম্পর্কিত লেখার সাথে এর কোনো সম্পর্ক নাই।)


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।