একতারা তুই দেশের কথা

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: মঙ্গল, ১৬/১২/২০০৮ - ৬:৩৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ একতারা তুই দেশের কথা
শিল্পীঃ শাহনাজ রহমতউল্লাহ
সুরকারঃ আনোয়ার পারভেজ

একতারা তুই দেশের কথা
বলরে এবার বল ।।
আমাকে তুই বাউল করে
সঙ্গে নিয়ে চল।
জীবন মরন মাঝে
তোর সুর যেন বাজে ।।

একটি গানই আমি শুধু
গেয়ে যেতে চাই।
বাংলা আমার আমি যে তার
আর তো চাওয়া নাই রে
আর তো চাওয়া নাই।
প্রানের প্রিয় তুমি
মোর সাধের জন্মভূমি।

একতারা তুই দেশের কথা
বলরে এবার বল...

একটি কথায় শুধু আমি
বলে যেতে চাই।
বাংলা আমার সুখে দুঃখে
হয় যেনগো ঠাই রে
হয় যেনগো ঠাই।
তোমায় বরন করে
যেন যেতে পারি মরে।

একতারা তুই দেশের কথা
বলরে এবার বল...

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

s-s এর ছবি

শাহনাজ রহমতুল্লাহ্ র গাওয়া এই গানটি তার অনেক অনেক চড়াতে ধরা, তারপরেও কি অনায়াসেই না গেয়ে গেছেন এই শিল্পী। শ্রদ্ধা।

জীবন জীবন্ত হোক, তুচ্ছ অমরতা

দৃশা এর ছবি

এমন আরো একজন শিল্পী আমরা আবার কবে আমাদের এই দেশে পাবো সেই আশায় স্বপ্ন দেখি।
------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।