মা তোমাদের জন্য...

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: রবি, ০৯/০৫/২০১০ - ১২:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

কত কিছুই তো লিখবো ঠিক করেছিলাম। আমার মায়ের কথা, আমাদের অজস্র স্মৃতির কথা,বলগাহীন স্বপ্নদের কথা। কিন্তু হাতে কলম(কী-বোর্ড)ধরার সাথে সাথে দলবেধে সব হুড়মুড়িয়ে গায়েব। মাথার মাঝে কোণঠাসা হয়ে আছে হাজারো শব্দ, অথচ হাত গলে বেড়িয়ে আসতে চাইছে না একটিও। আবেগমাখা লেখা লিখতে পারিনি আগেও, আজকেও পারবো না সেটাই স্বাভাবিক।

আজকের এই পোস্টটির ছোট একখানা ইতিহাসের আবার পাতিহাঁসও আছে। আগেরবার 'মা দিবসে' যখন মা কে দেবার মত কিছুই পাচ্ছিলাম না তখন ক্ষোভের চোটে এখানেই দিয়ে ফেলেছিলাম একখানা পোস্ট। পোস্টের সারমর্ম ছিল "মা কে নিয়ে কিছু গান চাই, চাই অসাধারণ কিছু গান"। জেমসের 'মা' গানের পর আমাদের এখানে মা কে নিয়ে আসলেই মনে দাগ কাটার মত কিছু সৃষ্টি হয়েছে বলে মনে পড়ে না। জেমস আমার পছন্দের কেউ নন, কিন্তু অনেক ভেবে দেখলাম আসলেই তাঁর 'মা' গানের পর আর কোন গান তেমন জায়গা করে নিতে পারেনি এখনো। এটাও সত্যি মা'কে নিয়ে রোম খাড়া করা সেরকম গান তৈরী করাও ভীষণ কঠিন। তবুও আমরা চেষ্টা করবো, গড়বো, হয় হারবো নয় জিতে যাবো তাবদ মায়েদের মন। এও জানি মা'দের স্বার্থহীন ভালবাসার কাছে আমাদের গড়া যেকোন কিছুই কেন জানি বড্ড বেশীরকম ফিকে।

বলার মত তেমন আসলে কিছু নেই। মা, কখনো এ কথা হয়তো সামনা সামনি তোমাকে বলা হবে না, ভীষণ অস্বস্তি হয় যে তাই! কিন্তু কখন যদি কোনভাবে এই পোস্টটা তোমার চোখে পরে তবে জেনো "বিধাতা বহু বছর ধরে বহু যত্নে সৃষ্টি করেন পৃথিবীর সবচেয়ে মায়াবতী সহনশীল অসাধারণ একজন নারীকে, যিনি একজন মা। আর বিধাতা সেই মা কে পাঠান তার সবচেয়ে অপদার্থ কিন্তু ভাগ্যবান এক সন্তানের কাছে। আম্মু সেই অসাধারণ মা'টি হচ্ছো তুমি, আর সেই ভাগ্যবান সন্তানটি হলাম আমি।"

মা,তোমার অপার ভালোবাসার অভয় সায়রে আমার খুব খুউব ছোট্ট একটা উপহার ভাসিয়ে দিলাম আজ। আমার চেনা অচেনা কাছের দূরের প্রতিটি মায়াবতী মা এর তরে আমাদের এই ক্ষুদ্র উপহার। তোমাদের আমরা ভীষণ ভালবাসি জেনো। হাসি

শিল্পীঃ শারমিন
গীতিকারঃ রাজীব
সঙ্গীতায়োজনেঃ রাফা

Get this widget | Track details | eSnips Social DNA

[নিশ্চয় আমি আবারো করেছি এই পোস্টে হাজারটা ভুল যেগুলো হয়তো এখন আমি নিজেও ধরতে পারছি না। অনিচ্ছাকৃতভাবে করা ভুলগুলোর জন্য আগে থেকেই আন্তরিক ভাবে দুঃখিত।]

[ছবিসূত্র]


মন্তব্য

দ্রোহী এর ছবি

মা দিবসে দুনিয়ার সব মাকে শ্রদ্ধা জানাই। মায়ের প্রতি ভালোবাসার প্রকাশ যেন একটি দিনে সীমাবদ্ধ না হয়ে পড়ে সেই কামনা করি।

সৈকত তপু [অতিথি] এর ছবি

এই একটা দিনে যেন মা'কে মুখে বলতে পারি, "মা তোমাকে ভালোবাসি"।

অতিথি লেখক এর ছবি

আমার একটা নয় দুটো নয় তিন তিনটে মা । নিজেকে সবার চেয়ে অনেক সৌভাগ্যবান মনে হয় তাই । কিন্তু আজকের দিনে সবাই যখন মাকে নিয়ে মাতামাতি করছে, যার যার মত করে মায়ের কাছে ভালবাসা জানাচ্ছে তখন আমার তিনটে মা-ই পৃথিবীর তিন প্রান্তে অবস্থান করছে !!
পুরো পৃথিবীকে এক পাশে রেখে একটু শক্ত করে আগলে ধরে বলতে পারছি না...মা গো ......মাআআ .......................... ভালোবাসি অনেক ভালোবাসি তোমায় ।

সাবরিনা সুলতানা

দময়ন্তী এর ছবি

চলুক
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

সুলতানা পারভীন শিমুল এর ছবি

মাকে বুকের সাথে জড়িয়ে নিলে মুখে আর বলতে হয় না কিছুই...
পৃথিবীর সব মা-কে ভালোবাসা।

আপনি দেখা দেন না কেনু, দৃশা?

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

দুষ্ট বালিকা এর ছবি

চলুক

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

অতন্দ্র প্রহরী এর ছবি

বিশেষ দিবসগুলো আসলেই কেনো যেনো মনে হয় আপনার দেখা পাওয়া যাবে! এবং সত্যিই তাই হয়।

ভালোই আছেন, না?

দারুণ গাইসেন গানটা। হাসি

দৃশা এর ছবি

আউল ফাউল উগারমা চুগা লেখালেখি করমু না স্থির করছি যেদিন থেইকা সেদিন থেইকা তো আমি হাপিস মওলা,বিশেষ আর অবিশেষ দিন বইলা তো আর কিছু নাইক্কা! তাইলে আপনে দেখলেন কই আমারে কন তো? ক্লোন ফ্লোন না তো আবার! তয় এটা ঠিক বিশেষ দিনে বিশেষ কিছু করার জন্য যদি মনস্থির করে থাকি এবং সেটা যদি সবাইকে আগেই বলে ফেলে তাহলে সে কথার মান রাখার সামান্য চেষ্টা রাখি আর কি। এই হইল গিয়া বিষয়! হাসি

দারুণ বলার লাইগা আপনারে ধন্যবাদ। দেঁতো হাসি

দৃশা

বইখাতা এর ছবি

চলুক চলুক

দৃশা এর ছবি

অনেক ধন্যবাদ সবাইকে। হাসি

দৃশা

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দৃশা তো দেখি বছরে একটার বেশি লেখা দিবো না বইলা পন করছে। গান ভালো হইছে
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

দৃশা এর ছবি

কোন পণ ফন না। খাতার পৃষ্ঠা বাঁচাই। সবার খাতা যখন শেষ হইব চড়া দামে পৃষ্ঠা বেচুম ঠিক করছি।

দৃশা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।