ছোড ছোড ঢেউ তুলি পানিত

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: শুক্র, ২১/০৮/২০০৯ - ৩:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

শিল্পীঃ গীতা চৌধুরী
মূল শিল্পীঃ শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণব

ছোড ছোড ঢেউ তুলি পানিত
লুসাই পাহাড়ত্তুন লামিয়ারে
যার গই কর্ণফুলী।

এক কূলদি নগরবন্দর
আর এক কূলত আছে
আর এক কূলত সবুজ দুয়ার মাতায়
সোনালী দান(ধান) হাসে
গাছর আগাত মালখাবানু গান
মরদ ফোয়া গা’র(গায়) ফরান খুলি।

পাহাড়ি কন সোন্দরী মাইয়া
ঢেউঅর আগাত যার
সিয়ান করি উডি দেখে কানত
কানর ফুল তার নাই
যেইদিন কানর ফুল হাজাইয়ে
সেইদিনত্তুন নাম কর্ণফুলী।

Get this widget | Track details | eSnips Social DNA

পুনশ্চঃ এই গান প্রথম পাতায় দেওয়ার পেছনে ২ টা কারন। এক হল এখানে বহুত চাঁটগাইয়া মাইয়া ফোয়া আছে, সুতরাং কথায় কোন ভুল থাকলে তা ধরিয়ে দিন। আর কারো কাছে যদি শেফালী ঘোষ ও শ্যামসুন্দর বৈষ্ণবের গাওয়া ভার্সন থাকে তাহলে এখানে আমাদের সাথে শেয়ার করুন।


মন্তব্য

সুমন সুপান্থ এর ছবি

আমার মা সিলেটের মেয়ে । চট্টলার ভাষা বুঝা, লুসাই পাহাড় চেনা-এইসব তাঁর কাছে কিছুটা দুর্বোধ্য হওয়াই স্বাভাবিক ছিলো । তবু, তাঁর কাছেই শেফালী ঘোষের নাম শোনা, এই গানটাসহ আরো অনেক গানের প্রশংসা শোনা শুরু ।
মনে আছে কী মমতায় তিনি আগলে রাখতেন শেফালী ঘোষ আর শ্যামসুন্দর বৈষ্ণব`র সব অডিও ক্যাসেট !

পরে বুঝেছি কেন, বুঝেছি পৃথিবীর তাবত শিল্পের ধর্মই এই ___ ভাষা,পরিবেশ,জাত,পাত সব কিছুর বাইরে এসে ভালো লাগাকে ভালোবাসাকে উর্ধ্বে তুলে ধরতে পারে অবলীলায় !

আপনার এই পোস্ট এক লহমায় আমাকে কতোদুর যে নিয়ে গেলো, দৃশা !
ধন্যবাদ ।

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

ইশতিয়াক রউফ এর ছবি

আমার মতো নন-চাটগাঁ পাবলিকের জন্য দরকার ছিলো এই লিখিত রূপটা। গানটা শুনেই এলাম, কথা বুঝতাম না পুরোটা। এত বছরে অবশেষে...

শেফালী ঘোষের নাম শুনলেই এখন শিরীন নামক চিংড়ি মাছটার কথা মনে পড়ে। এক সাক্ষাৎকারে শুনেছিলাম, তিনি সেপালী গুষের গান খুব পছন্দ করেন, মাঝে-মাঝে গেয়েও থাকেন। খুব সম্ভব একটা অ্যালবাম বের করেছিলেন, ধার দিয়েও যাইনি। সম্প্রতি ফেসবুকে তেনার 'না জ্জেনে বুল বুজ্জো না' ও অন্যান্য নাচ-গান দেখে নিশ্চিত হয়েছি যে সিদ্ধান্ত সঠিক ছিলো।

কারণ

অতন্দ্র প্রহরী এর ছবি

গানটার জন্য থেংক্যু, আপামনি হাসি

সাইফুল আকবর খান এর ছবি

চলুক
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

শাফক্বাত এর ছবি

কত-না গিরস্তের বৌ যি (বৌ ঝি)
ফানি আইন্তু যার
খত্ত ফাকি (পাখি) গাআসর (গাছের) আগাত বই
খত্ত গান ফুনার।
হালদা-ফাডার গান ফুনাইয়ারে
সাম্পান যার গুই ফাল তুলি...

(ছোটবেলায় সোলসের ক্যাসেটে এই গান শুনেছিলাম। রেনেসাঁ তখনো হয়নি, সেসময়কার কথা)

আপনার নাম লিখুন এর ছবি

অনরা ক্যান আছন->>>আপনারা কেমন আছেন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।