আবার আসিব ফিরে

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: মঙ্গল, ২৭/০১/২০০৯ - ৯:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

জীবনানন্দের মূল কবিতাটি-

আবার আসিব ফিরে ধানসিড়িটির তীরে--এই বাংলায়
হয়তো মানুষ নয়-- হয়তো বা শঙ্খচিল শালিখের বেশে,
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল-ছায়ায়;
হয়তো বা হাঁস হ'ব--কিশোরীর--ঘুঙুর রহিবে লাল পায়,
সারা দিন কেটে যাবে কলমীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলায় নদী মাঠ ক্ষেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়;

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে;
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে
ডিঙা বায়;--রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে

গানঃ আবার আসিব ফিরে
শিল্পীঃ লোপামুদ্রা মিত্র
গীতিকারঃ কবি জীবনানন্দ দাশ
সুরকারঃ অরিন্দম বন্দোপাধ্যায়

[এই গানটির বেশ কিছু জায়গা মূল কবিতা হতে ভিন্ন, হয়তো সুরের স্বার্থে এমনটি করা হয়েছিল]

আবার আসিব ফিরে, ধানসিড়িটির তীরে এই বাংলায়।।
হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিখের বেশে।

হয়তো ভোরের কাক হয়ে, এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব, আসিব এই কাঁঠাল ছায়ায়।
আবার আসিব ফিরে, ধানসিড়িটির তীরে এই বাংলায়।

হয়তো বা হাঁস হব, হাঁস হব কিশোরীর ঘুঙ্গুর রহিবে লাল পায়ে
সারাদিন কেটে যাবে কলমীর গন্ধভরা জলে ভেসে ভসে।
আবার আসিব আমি ফিরে, আবার আসিব আমি ফিরে
বাংলার ক্ষেত মাঠ নদী ভালোবেসে।
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুন ডাঙ্গায়
আবার আসিব ফিরে, ধানসিড়িটির তীরে এই বাংলায়।

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যারও বাতাসে... হয়তো দেখিবে।
হয়তো শুনিবে এক লক্ষীপেঁচা ডাকিতেছে শিমুলের ডালে... হয়তো শুনিবে।
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে ঘাসে
রুপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙ্গা বায়।
রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে, রাঙ্গা মেঘ সাঁতরায়ে অন্ধকারে
দেখিবে ধবল বক আসিতেছে নীড়ে;
আমারেই পাবে ইহাদের ভিড়ে এ সবুজ করুন ডাঙ্গায়।
আবার আসিব ফিরে, ধানসিড়িটির তীরে এই বাংলায়।।

এখানে গানটির ডাউনলোড লিঙ্ক।


মন্তব্য

দৃশা এর ছবি

গানটি অজিত রায়ও পরবর্তীতে পরিবেশন করেছিলেন কথা অবিকৃত (সবচেয়ে আকর্ষনীয় দিক) রেখেয়। অনেক খুঁজেও গানটি আমি পাইনি, তাই কারো কাছে যদি থেকে থাকে অনুরোধ করছি এখানে শেয়ার করার।
--------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।