নোঙর তোল তোল

দৃশা এর ছবি
লিখেছেন দৃশা (তারিখ: শনি, ৩১/০১/২০০৯ - ১:৫৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

গানঃ নোঙ্গর তোল তোল
শিল্পীঃ সমবেত সংগীত (ক্লোজ-আপ তোমাকেই খুঁজছে বাংলাদেশের শিল্পীরা)
সুরকারঃ সমর দাশ (মূল সুরকার)
গীতিকারঃ নাইম গওহর

নোঙর তোল তোল সময় যে হোল হোল
নোঙর তোল তোল।।

হাওয়ার বুকে নৌকা এবার
জোয়ারে ভাসিয়ে দাও
শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও।।
সম্মুখে এবার দৃষ্টি তোমার পেছনের কথা ভোল।।
নোঙর তোল তোল সময় যে হোল হোল,
নোঙর তোল তোল।।

দূর দিগন্তে সূর্য রথে
দৃষ্টি রেখেছ স্থির
সবুজ আশার স্বপ্নেরা আজ
নয়নে করেছে ভিড়।।
হৃদয়ে তোমার মুক্তি আলো
আলোর দুয়ার খোলো।।
নোঙর তোল তোল সময় যে হোল হোল,
নোঙর তোল তোল।।

Get this widget | Track details | eSnips Social DNA


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।