মাধুকর

ইনান এর ছবি
লিখেছেন ইনান (তারিখ: সোম, ০৭/০৭/২০০৮ - ৬:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

মাধুকর

কুহকের দুয়ারে দাঁড়াই
ভিক্ষা চাই মাধুকরী হাত-
দাও কিছু গোপন আঁধার, দেবী;
আংটির মতন করে পরে নেব মধ্যমায়।
যন্ত্রমুগ্ধ মানুষের ভীড়ে হারিয়ে ফেলেছি চোখ;
খানিকটা দাও আলো, অধিবিদ্যা-
প্রকৃত পরাগায়ন দেখি।

বিমুখ করো না আর, তুমি তো জানোই-
গ্রন্থির কোন দায় নেই নিজেকে খুলে ধরবার।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হ...
গ্রন্থির কোন দায় নেই নিজেকে খুলে ধরবার।

ভালো লাগলো... ধন্যবাদ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

উদ্ধৃতি
ভিক্ষা চাই মাধুকরী হাত
যেই হাত ভিক্ষা করে কিংবা যে ভিক্ষা করে সেই ভিক্ষা চায় নিজের হাতে- না হে- কেমন জানি ধন্ধ নাগে! পরিষ্কার না!
আসলে আমার মাথা ভর্তি গোবর তো! হে হে হে!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

ইনান এর ছবি

নজরুল ভাই এবঙ জুলিয়ান ভাই, ধন্যবাদ।
জুলিয়ান ভাই, আমার ভুল- যতিচিহ্ন ব্যবহার করি নাই। "ভিক্ষা চাই- মাধুকরী হাত" এইরকম হওয়া উচিত ছিল। এইখানে মাধুকরী হাত সাবজেক্ট- সেই ভিক্ষা চাইতেসে।
দু:খিত।

রাফি এর ছবি

ভাল লাগল।
------------------------------
অর্থ নয়, কীর্তি নয় ,স্বচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভেতরে
খেলা করে;
আমাদের ক্লান্ত করে;

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।