সচলায়তনে কি "১০০% মডারেশন" রয়েছে?

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ০৫/১০/২০০৮ - ৭:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

না।

সচলায়তনের সদস্যরা কোন রকম মডারেশনের মধ্য দিয়ে না গিয়েই লিখতে পারেন। তাঁদের লেখা ও মন্তব্য সরাসরি প্রকাশিত হয়, মডারেশন ফিল্টারের মধ্য দিয়ে যায় না। তবে তাঁদের কোন লেখা বা মন্তব্য যদি সচলায়তনের প্রচলিত রীতি ও নীতিমালা লঙ্ঘন করে, তবে মডারেটররা সেই লেখা বা মন্তব্য প্রথম পাতা থেকে সরিয়ে দেন বা অপ্রকাশ করেন। ক্ষেত্রবিশেষে কিছু লেখা বা মন্তব্যে প্রকাশিত তথ্য সংবেদনশীল বলে গণ্য হলে তা কেবল সচলায়তনের সদস্যদের পাঠের জন্যে রেস্ট্রিক্ট করা হয়।

সচলায়তনের যাঁরা অতিথি, তাঁদের লেখা মডারেটর প্যানেলের সদস্যরা পড়ে প্রকাশ করেন। যদি সে লেখা বা মন্তব্য সচলায়তনের নীতিমালা লঙ্ঘন করে, তবে সে লেখাটি প্রকাশিত হয় না।