লা সুররিয়ালিজম-৩

আশরাফ শিশির এর ছবি
লিখেছেন আশরাফ শিশির (তারিখ: বিষ্যুদ, ৩১/০৭/২০০৮ - ১:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

মধ্যদুপুরে একটি মধ্যমা
সমদ্বিবাহুর ছিল না তো কোন বোন
অভিলম্বের বিলম্ব হল দেখে
অতিভূজ তার ক্ষতি করে দিয়ে গেল

এখন পৃথিবী বিষমবাহুর চেয়ে
বিষাদময় ট্রপোজিযামের রাত
রাজপাটহীন একটি সামানত্মরিক
হাঁটতে হাঁটতে বৃত্ত বরাবর

কেন্দ্র জানে না বৃত্তের পরিধি
ঠাস হয়ে শুয়ে বেহায়া এক ব্যাস
রেডিয়ান-মাপে দুই ভাগ হয়ে যায়
যতই হারাই থেকে যায় শুধু পাই*

চিরায়ত তবু আয়তক্ষেত্র এক
ত্রিকোনমিতির দু'এক দুঃখ ভুলে
বিন্দু চলেছে যে রেখা সরল ও বাঁকা
তারই পথ বেয়ে সমূহ গতি-স্থিতি

যেখানে থেমেছি ফ্রয়েড সেখানে বসে
যে কথা শুনেছি পিথাগোরাসও জানে
তার মানে হল এমন জ্যামিতি কষেও
মাপতে পারিনি তোমার গভীরতা


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

ইয়ে, আমি কবিতা ভালো বুঝি না - কিন্তু এই 'লা জ্যামিতি' কেন 'লা সুররিয়্যালিজম' নামে অভিহিত হলো একটু জানতে ইচ্ছে হচ্ছে দেঁতো হাসি

ধ্রুব হাসান এর ছবি

দারুন লাগলো প্রতিভূ চলুক


যেখানে থেমেছি ফ্রয়েড সেখানে বসে
যে কথা শুনেছি পিথাগোরাসও জানে
তার মানে হল এমন জ্যামিতি কষেও
মাপতে পারিনি তোমার গভীরতা

তবে ও কাজ জ্যামিতি কষে হবে না দাদা।

ভূঁতের বাচ্চা এর ছবি

আপনার জ্যামিতিক কবিতা পড়লাম,
একটা জিনিস লক্ষ্য করলাম কবিতায় পাঠকদের খুবই অরুচি দেখা যাচ্ছে আজকাল।
ভালই লাগল, লিখতে থাকুন।

--------------------------------------------------------

অনামী এর ছবি

Surrealism, postmodernism ইত্যাদি নাম দেবার সুবিধা এই যে, এর নামে দুর্বল রচনা সবলতার ভাব নিয়ে চালিয়ে দেয়া যায়।

ট্রপোজিযাম, সামানত্মরিক ইত্যাদির বদলে ট্রাপিজিয়াম (য নয়, অন্ত:স্থ-অ) এবং সামান্তরিক লিখুন।

ভাল কবিতা আশা করি।

আশরাফ শিশির এর ছবি

প্রিয় অনামী,
"Surrealism, postmodernism ইত্যাদি নাম দেবার সুবিধা এই যে, এর নামে দুর্বল রচনা সবলতার ভাব নিয়ে চালিয়ে দেয়া যায়।"

কথাটা আসলেই সত্যি। তবে আমার এই কবিতার বিষয়ে একটি কথাই বলতে চাই, আর তা হচ্ছে, অন্য কোন নাম দিয়ে কবিতাটা পড়তে পারেন, দেখুন ভেতরে কোন হের ফের হয় কি না।

সমালোচনা যখন করছেন, তখন চোখে আঙ্গুল দিয়ে ভুলগুলো ধরিয়ে দিন, এতে লেখকের লাভ হবে। বাকা করে কথা বলে লাভ কি?

বানান ভুলগুলো স্বীকার করে নিচ্ছি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।