মার্কিন নির্বাচনের সময় বিবিসি-সিএনএন সহ বিভিন্ন সাইটে মানচিত্রের বাহার দেখে আমাদের নির্বাচনের সময়ও এরকম কয়েকটা মানচিত্র তৈরী করার সাধ হয়েছিল। খুব যে দরকারি জিনিস তা না, তবে দেখতে ভাল লাগে, সবকিছু বেশ সহজে জানা যায়। তথ্য সন্ধানের একটা শর্টকাটও তৈরী হয়ে যায়। এজন্যেই কয়েকটা মানচিত্র বানিয়ে ফেললাম। এখানে সেরকম দুটি মানচিত্র তুলে দিচ্ছি।
এরই মধ্যে আমি অবশ্য ব্লগখেলাপি হয়ে আছি। "বাংলাদেশ: আশায় নতুন জীবনের বসতি" এখনও শেষ করা হয়নি। নির্বাচনী উন্মাদনায় গুরুত্বপূর্ণ কাজটা করা হয়ে উঠছে না। অচিরেই অবশ্য সেটাতে হাত দেব। কিন্তু নির্বাচন চলে গেলে যেহেতু এই ব্লগের মূল্য হারিয়ে যাবে তাই এটা এখনই দিয়ে দেয়া দরকার বলে মনে হল।
জাতীয় সংসদের আসনবিন্যাস
কোন জেলায় কতটি আসন তা দেখানোর জন্য একটি মানচিত্র তৈরী করলাম। সেই মানচিত্রটিই তুলে দিচ্ছি। একই বিষয়কে সামনে রেখে অবশ্য তিনটি মানচিত্র দেব। প্রথমটি থেকে পরের দুটি ভিন্ন। সবার সুবিধার্থে মানচিত্র সম্পর্কে কয়েকটি কথা বলে দেয়া প্রয়োজন:
- প্রথম মানচিত্রে কোন জেলার নাম দেয়া নেই। শুধু জেলার মধ্যে সে জেলায় আসন সংখ্যা লেখা আছে।
- আসন সংখ্যার উপর মাউস ধরলে একটি বক্সে সে জেলার আসনবিন্যাস চলে আসবে। অর্থাৎ কোন কোন অঞ্চল নিয়ে কোন কোন আসন সেটা।
- সংখ্যার উপর ক্লিক করলে ইংরেজি উইকিপিডিয়ায় সে জেলার নিবন্ধে চলে যাবেন।
এটুকু জানা থাকলে মানচিত্রটি দেখা শুরু করতে পারেন। তবে তারও আগে এক নজরে বিভিন্ন জেলার আসনবিন্যাস সম্পর্কে একটি ধারণা দিয়ে দিচ্ছি। কোন জেলায় কতটি আসন আছে তা বোঝানোর জন্য:
২০ - ঢাকা
১৬ - চট্টগ্রাম
১১ - ময়মনসিংহ, কুমিল্লা
৮ - টাংগাইল
৭ - বগুড়া
৬ - দিনাজপুর, রংপুর, নওগাঁ, রাজশাহী, সিরাজগঞ্জ, যশোর, খুলনা, বরিশাল, কিশোরগঞ্জ, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী
৫ - গাইবান্ধা, পাবনা, জামালপুর, নেত্রকোনা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, সুনামগঞ্জ, চাঁদপুর
৪ - নীলফামারী, কুড়িগ্রাম, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, ভোলা, ফরিদপুর, মৌলভীবাজার, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, কক্সবাজার
৩ - ঠাকুরগাঁও, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, পিরোজপুর, শেরপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফেনী
২ - পঞ্চগড়, জয়পুরহাট, মেহেরপুর, চুয়াডাংগা, মাগুরা, নড়াইল, বরগুনা, ঝালকাঠি, রাজবাড়ী
১ - পার্বত্য খাগড়াছড়ি, পার্বত্য রাংগামাটি, পার্বত্য বান্দরবান
২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল
এই মানচিত্রে যে জেলাগুলোতে নীল রং করা সেগুলোতে চারদলীয় জোট সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে। লাল রং করা গুলোতে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে। পীত রং করা গুলোতে ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট সংখ্যাগরিষ্ঠ আসনে জিতেছে। আর কালো রং করাগুলোতে কোন দলই সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করতে পারেনি। এক্ষেত্রে জেলার মধ্যিখানে মাউস নিলে সে জেলার কোন আসনে কোন দল জয়ী হয়েছে তা দেখা যাবে।
মন্তব্য