[i]"চাইলে সবাই পারে... আমরা মানুষ, মানুষের পক্ষে যে কোন জিনিস এ্যাচিভেবল। এটা খুব বড় কোন কষ্টের কিছু না।"[/i] - সাঁতরানোর নামে আরামসে নৌকা চড়ে তীরের একটু আগে পানিতে নেমে তারপর হাত ছুঁড়তে ছুঁড়তে বীরদর্পে তীরে উঠে আসা জালিয়াত-সম্রাটের মুখে প্রকাশ্য দিবালোকে এমন স্বর্ণাক্ষরে বাঁধিয়ে রাখার মত অমর বাণী আর সাউণ্ডবাইট শুনলে গায়ের সব রোম খাড়া হয়ে যায়। মনে হয় কোন মনুষ্য-উচ্চতার টারান্টুলা চোখের সামনে "আমার সোনার বাংলা" গাইছে।
মিছেদার চামচারা এখন বলার চেষ্টা করছে, জাপানে সুনামি হওয়ায় বাংলা চ্যানেলে কেয়ামত হয়ে গিয়েছিলো, কাজেই মিছেদা ট্রলারে করে খানিকটা আগাইলে সমিস্যা নাই। সমিস্যা হচ্ছে, মিছেদা নৌকায় চড়ে বাংলা চ্যানেল সাঁতরেছেন ২০১১ সালের ৯ মার্চ, আর জাপানে ভূমিকম্প আর সুনামি হয়েছিলে ২০১১ সালের ১১ মার্চ।
সেইটা তো বটেই- আমি শুধু বললাম, যদি ধরি সে সুনামির দিনই সাঁতরাচ্ছিলো, তাহলেও তার কাজটা জাস্টিফায়েড না।
লোকটার দিনকাল খারাপ যাচ্ছে। একটার পর একটা মিথ্যা বের হয়ে আসতেছে। আমি অবশ্য সবচে বেশি আমোদিত হই, যখন দেখি সে খুবই বিরক্তির সাথে সবার কথাকে উড়ায়া দিচ্ছে।
লোকটা একদম হাড়ে মজ্জায় অসৎ।
লোকটার দিনকাল খারাপ যাচ্ছে। একটার পর একটা মিথ্যা বের হয়ে আসতেছে। আমি অবশ্য সবচে বেশি আমোদিত হই, যখন দেখি সে খুবই বিরক্তির সাথে সবার কথাকে উড়ায়া দিচ্ছে।