বিশ্বকাপের আগে আগে একটা পুরস্কার ঘোষণা করলাম। পুরস্কারের নাম "Moi??? পদক"। খেলার মাঠে প্রচুর অভিনয় হয়। এবার সেরা অভিনেতার জন্যে এই মোয়া পদক। পুরস্কারও একটি মোয়া। প্রাথমিকভাবে ধারণা করছি এই পদক ব্রাজিলের কোনো খেলোয়াড়ের ঘরেই যাবে।
07/06/2014 - 4:09পূর্বাহ্ন