অসাধারণ একটা টিভি সিরিজ। মন দিয়ে দেখলে বিজ্ঞানের প্রেমে পড়ে যেতে হয়। তবে মনে হয় না এই সিরিজটা বাংলাদেশে প্রচার করা সম্ভব হবে। হলেও পুরোটুকু প্রচার করা সম্ভব হবে না। কারণ বেশ কিছু এপিসোডে নিল ডিগ্রেস টাইসন ধর্মবিশ্বাসকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। যদিও আমেরিকাতে ফক্স টিভির মতো কট্টর নেটওয়ার্ক এই শো প্রচার করছে, বাংলাদেশে সেই সাহস কারো হবে বলে মনে হয় না। তবে এই শো-টা সব বালক/বালিকা, কিশোর/কিশোরীদের অবশ্যই দেখা উচিত।
প্রায় ২৫ বছর আগে কার্ল সেগানের অরিজিনাল কসমস বিটিভি দেখিয়েছিল। তখন কোন ঝামেলা হয় নি, সম্ভবত ধর্ম ব্যবসায়ী এতো সুসংগঠিত ছিল না তখন, হয়ত ওইটা বোঝার মতো লোকজনও ওদের কম ছিল।
প্রায় ২৫ বছর আগে কার্ল সেগানের অরিজিনাল কসমস বিটিভি দেখিয়েছিল। তখন কোন ঝামেলা হয় নি, সম্ভবত ধর্ম ব্যবসায়ী এতো সুসংগঠিত ছিল না তখন, হয়ত ওইটা বোঝার মতো লোকজনও ওদের কম ছিল।
প্রায় ২৫ বছর আগে কার্ল সেগানের অরিজিনাল কসমস বিটিভি দেখিয়েছিল। তখন কোন ঝামেলা হয় নি, সম্ভবত ধর্ম ব্যবসায়ী এতো সুসংগঠিত ছিল না তখন, হয়ত ওইটা বোঝার মতো লোকজনও ওদের কম ছিল।
কিন্তু কসমস দর্শন এক আশ্চর্য অভিজ্ঞতা। সেগানের উপস্থাপনা ছিল কাব্যিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল অসাধারন। নতুন কসমস কয়েক পর্ব দেখার পরে দারুণ লাগা শুরু করে। উপস্থাপনা সেগানের মতো না হলেও সব মিলিয়ে অনুষ্ঠানটা দুর্দান্ত হয়েছে। এটার নির্মাতা সেগানের স্ত্রী Ann Druyan। প্রথম কসমসের নির্মাতা হিসাবে তিনি ছিলেন।
কিন্তু কসমস দর্শন এক আশ্চর্য অভিজ্ঞতা। সেগানের উপস্থাপনা ছিল কাব্যিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল অসাধারন। নতুন কসমস কয়েক পর্ব দেখার পরে দারুণ লাগা শুরু করে। উপস্থাপনা সেগানের মতো না হলেও সব মিলিয়ে অনুষ্ঠানটা দুর্দান্ত হয়েছে। এটার নির্মাতা সেগানের স্ত্রী Ann Druyan। প্রথম কসমসের নির্মাতা হিসাবে তিনি ছিলেন।
বাংলাদেশ ইজ দ্যা গ্রেটেস্ট শোকেজ অন দ্যাট আর্থ!