যারা ভুইলা গেছেন ব্রাজিল ক্যামেরুন ছাড়াও আরেকখান খেলা হইতেছে, তাদের জানাই মেক্সিকো আরেকটা গোল দিছে। দুই শুন্য। (যারা কিছুতেই মনে করতে পারতেছেননা মেক্সিকো গোলগুলা দিল কারে, উত্তর হইল ক্রোয়েশিয়া।)
বিশ্বকাপের আসরে ক্যামেরুনই সম্ভবত প্রথম ব্যাপকভাবে মেরে খেলার প্রবণতাটা আমদানি করে। এর আগে এ ব্যাপারে এতোটা বাড়াবাড়ি দেখিনি। আর তারা শুরুও করেছিলো ম্যারাডোনাকে দিয়েই। সে দৃষ্টিতে বিশ্বকাপের পরিবেশ দুষণকারী হিসেবে ক্যামেরুনকেই দায়ি করা যায়।