আমাদের গ্রামের চেয়ারম্যানের পোলা খালি বার পাইলেও গোল দিতে পারতো না। দে মারিয়া পুরোটা সময় আমারে তার কথা মনে করায়ে দিছে। অবশ্য তার কারণেই হাপ্পেন্টিনার হাপ্পেন বাঁইচা গেছে। নাইলে আইজকা হাপ্পেন্টিনার আর্জেঞ্চাইল্ডিশ সাপুটাররা নজরুল গীতি গাইতো, 'হাপ্পুবান্ধ খুলে খুলে যায়...'
হাপ্পেন্টিনার পুটু মেরে দেওয়ার জন্য তারে খেলানো হয়।