নিরাপত্তা পরিস্থিতির কারণে পাঁচ বছরের বেশি সময় ধরে নিজ দেশে কোনো আন্তর্জাতিক সিরিজ খেলতে পারছে না পাকিস্তান। নিরপেক্ষ ভেন্যুতে ঘরের মাঠের সিরিজ খেলতে হচ্ছে তাদের। সেই সিরিজগুলো বাংলাদেশে খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি।
'প্রি-পেইড' হলে সমস্যা কোথায়? বাংলাদেশের কিছু ইনকাম হবে। (এমন ইনকাম উচিত কিনা সেটা নিয়ে কথা হতে পারে।) কিন্তু পাপন যেখানে "পাকিস্তানে" দল পাঠাবার ব্যাপারে আগের মতই দৃঢ়, সেখানে "পাকিস্তানের আপন" কথাটা মানতে পারছি না। সাকিবের "প্রাপ্য" শাস্তির ক্ষোভ মনে হয় আপনার এখনও যায় নি।
সাকিব আমার সুমন্ধি না যে তার জন্য স্পেশাল ক্ষোভ তৈরি হবে। বাংলাদেশ দলটার বারোটা বাজানোর জন্য বিসিবি এবং তার নেতৃত্বের প্রতি ক্ষোভ আছে। আর সাকিবকে দেওয়া অবিবেচনাপ্রসুত শাস্তি পরবর্তীতে কমানো হয়েছে বলে শুনেছি।
যাক গিয়ে, পাকি ভায়েরা এমনিতেই ঢাকাকে হোমগ্রাউন্ড কয়। সেইটাকে কাবিন-কলমা করে অফিসিয়াল করার প্রস্তাব আমরাই দিলাম। ভালো তো, ভালো না? (বিসিবির টেকাটুকার খুব একটা অভাব ছিলো বলে মনে পড়ে না)
০২। ফেসবুকে সাকিবমুরীদ+ডাইহার্ড পাকিফ্যান্দের "হঠাত দেশপ্রেম" দেখতে দেখতে একটু অসহিষ্ণু হয়ে গেছি (বেগ এপোলজি)।
০৩। পাপন সাহেব অন্তত আড়াইবার জনমতের প্রেক্ষিতে সিদ্ধান্ত বদলেছেন (১।পাকিস্তানে দল পাঠান/২।আইসিসি/২.৫।সাকিব) এবারও জনমত যৌক্তিকভাবে বিপক্ষে গেলে তিনি মত বদলাতে পারেন। লোটার মত কথা আঁকড়ে বসে থাকবেন না আশা করি।
০৪। পাকিস্তান কিন্তু আল্টিমেটলি কূটনৈতিক চটকানা খেয়েই আলোচনা শেষ করছে। কি দাবী নিয়া আসছিল মনে কইরা দেখেন।
০৫। এই নিয়া পোস্টান, আলোচনা করি। খন্দকারের বার্ডেন না থাকলে আমিই চেষ্টাইতাম।
হোম ভেন্যু বানানোর প্রস্তাবটা কি পাকিস্থানের আনা প্রস্তাবগুলোর মধ্যে ছিল? নাকি আগবাড়িয়ে নাজমুল হাসান এবং তার পরিচালক বৃন্দ এই প্রস্তাব দিলেন? নিজের দেশকে পাকিস্থানের হোমগ্রাউণ্ড হিসাবে দেখার চেয়ে খারাপ আর কী হতে পারে? দুনিয়ায় এত দেশ থাকতে আমাদের বোর্ডের কাছে পাকিস্থানের এত ধর্না কেন? সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারলে জনগণের বারবার মানববন্ধন করা লাগে কি?
ফেসবুকে কে কি বললো তার চেয়ে নিজের কী মনে হয় সেই ব্যাপারে পরিষ্কার থাকা জরুরী।
হোম ভেন্যু বানানোর প্রস্তাবটা কি পাকিস্থানের আনা প্রস্তাবগুলোর মধ্যে ছিল? নাকি আগবাড়িয়ে নাজমুল হাসান এবং তার পরিচালক বৃন্দ এই প্রস্তাব দিলেন? নিজের দেশকে পাকিস্থানের হোমগ্রাউণ্ড হিসাবে দেখার চেয়ে খারাপ আর কী হতে পারে? দুনিয়ায় এত দেশ থাকতে আমাদের বোর্ডের কাছে পাকিস্থানের এত ধর্না কেন? সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারলে জনগণের বারবার মানববন্ধন করা লাগে কি?
যাক গিয়ে, পাকি ভায়েরা এমনিতেই ঢাকাকে হোমগ্রাউন্ড কয়। সেইটাকে কাবিন-কলমা করে অফিসিয়াল করার প্রস্তাব আমরাই দিলাম। ভালো তো, ভালো না? (বিসিবির টেকাটুকার খুব একটা অভাব ছিলো বলে মনে পড়ে না)
প্রাপ্য শাস্তি দিয়ে ফেলার পর আবার কমানো অবশ্যই অনায্য ব্যাপার।
আমার মনে হয়েছে বিসিবি 'মেরি মি' প্ল্যাকার্ড তুলে ধরেছে। ব্যাপারটাকে অন্যভাবে কীভাবে দেখবো বলে দাও, শিখি।
০২। ফেসবুকে সাকিবমুরীদ+ডাইহার্ড পাকিফ্যান্দের "হঠাত দেশপ্রেম" দেখতে দেখতে একটু অসহিষ্ণু হয়ে গেছি (বেগ এপোলজি)।
০৩। পাপন সাহেব অন্তত আড়াইবার জনমতের প্রেক্ষিতে সিদ্ধান্ত বদলেছেন (১।পাকিস্তানে দল পাঠান/২।আইসিসি/২.৫।সাকিব) এবারও জনমত যৌক্তিকভাবে বিপক্ষে গেলে তিনি মত বদলাতে পারেন। লোটার মত কথা আঁকড়ে বসে থাকবেন না আশা করি।
০৪। পাকিস্তান কিন্তু আল্টিমেটলি কূটনৈতিক চটকানা খেয়েই আলোচনা শেষ করছে। কি দাবী নিয়া আসছিল মনে কইরা দেখেন।
০৫। এই নিয়া পোস্টান, আলোচনা করি। খন্দকারের বার্ডেন না থাকলে আমিই চেষ্টাইতাম।
হোম ভেন্যু বানানোর প্রস্তাবটা কি পাকিস্থানের আনা প্রস্তাবগুলোর মধ্যে ছিল? নাকি আগবাড়িয়ে নাজমুল হাসান এবং তার পরিচালক বৃন্দ এই প্রস্তাব দিলেন? নিজের দেশকে পাকিস্থানের হোমগ্রাউণ্ড হিসাবে দেখার চেয়ে খারাপ আর কী হতে পারে? দুনিয়ায় এত দেশ থাকতে আমাদের বোর্ডের কাছে পাকিস্থানের এত ধর্না কেন? সিদ্ধান্ত ঠিকঠাক নিতে পারলে জনগণের বারবার মানববন্ধন করা লাগে কি?
ফেসবুকে কে কি বললো তার চেয়ে নিজের কী মনে হয় সেই ব্যাপারে পরিষ্কার থাকা জরুরী।
পোস্টান না বস, হাত খুলে আলোচনা করি, এই চিপায় ভাল্লাগেনা