সচলে অ্যাকাউণ্টবিহীন অতিথিদের পক্ষে মন্তব্য পোস্ট করা একটা দুরহ ব্যাপার! কারণ যে কাপচাটা এখন ব্যবহৃত হচ্ছে সেটার পাঠোদ্ধার মানুষের পক্ষে খুবই কঠিন। কথায় কথায় কয়েকজন এই অভিযোগ করায় নিজেও চেষ্টা করে দেখলাম। আরেকটু বোধগম্য কাপচা কি দেওয়া যায়? অনেক পোস্ট স্বতস্ফুর্থ আলোচনার সুযোগ হারাচ্ছে।
এখন বেশ বোধগম্য হয়েছে। বটরা ঝামেলা না করলে এইটা রাখা যায়।