রকমারি ডট কম কি (আবারও) সচলদের বই বিকিকিনি করছে? গতবছর মার্চে রকমারি 'অবিশ্বাসের দর্শন' সরিয়ে নিয়ে নিজেদেরকে শতভাগ হালাল বুকস্টোর হিসেবে প্রকাশ করার পর সচলরা তাঁদের বইও সেখান থেকে স্বেচ্ছায় সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন না?
17/02/2015 - 10:48পূর্বাহ্ন