কেপলার টুটুবি নিয়ে জাফর স্যারের একটা কল্পবিজ্ঞান লেখা আছে তো। ২০১১ সালে সেইটারেই দ্বিতীয় পৃথিবী খেতাব দেওয়া হইছিলো। সেই হিসাবে এইটারে বলা উচিত তৃতীয় পৃথিবী।
মহারাজা সওয়া জয় সিং এর টেলিস্কোপে কেপলার সাড়ে চাইরশো ধরা খায়নাই হে সুবোধ অবোধ, সেইখানে ধরা পড়লে নামাইতাম কিচ্ছা। মোগল/পাঠান/রাজপুতে যা করছে তার বাইরে আমার বুঝ অল্প।
@নজমুল ভাই, সেইটা নিয়াই গপ পুস্টান। হোয়াই নট ৪২০। মনে করেন কেপলার ৪৫২ তে যাওয়ার পথে ৪২০ এ তেল নিতে থামল এক স্পেসশীপ। শুনশান নীরবতা। রাত্র গভীর। কেউ নেই আঁধারে। কিন্তু... সহসা পিছনে জ্বলে উঠে হেডলাইট। কেউঁউঁউঁউঁ শব্দে দূরে ডাকে এক রবো-শিয়াল। গলা শুকিয়ে আসে স্পেসশীপ কমান্ডার তফাজ্জলের। ঘর্মাক্ত হাতের মুঠোয় শক্ত করে ধরে ঢিশটিং-গান। সে জোরে চিৎকার দেয়, "ঐ কিডারে?? কিডা?" ...তারপর...
ভংচং ছাড়েন। "এসো কেপলার সাড়ে চাইরশোর রাজ্যে - (অথবা, এই যে দুনিয়া কিসেরও লাগিয়া)" ছাড়েন গরম গরম।
@স্পর্শ,
কনকী। বইয়ের নাম কিতা?
@নজমুল ভাই, সেইটা নিয়াই গপ পুস্টান। হোয়াই নট ৪২০। মনে করেন কেপলার ৪৫২ তে যাওয়ার পথে ৪২০ এ তেল নিতে থামল এক স্পেসশীপ। শুনশান নীরবতা। রাত্র গভীর। কেউ নেই আঁধারে। কিন্তু... সহসা পিছনে জ্বলে উঠে হেডলাইট। কেউঁউঁউঁউঁ শব্দে দূরে ডাকে এক রবো-শিয়াল। গলা শুকিয়ে আসে স্পেসশীপ কমান্ডার তফাজ্জলের। ঘর্মাক্ত হাতের মুঠোয় শক্ত করে ধরে ঢিশটিং-গান। সে জোরে চিৎকার দেয়, "ঐ কিডারে?? কিডা?" ...তারপর...