পটল বিহারির জন্য কত্ত মাইনসে কান্দে। পিউব ঠাকরের জন্যে কান্ছে আরো লোকে। শান্তির জন্য অনেক প্রবাসী দেশের খবর রাখা বাদ দিতে চায়(আমি সহ)। এমন একটা জায়গা আসলে দরকার যেইখানে দুনিয়ার খবর আইসা পৌঁছায় না। মার্স প্রজেক্টটা ভূয়া ছিল। কিন্তু কত লোকে সেইখানে নিবন্ধন করছিল সেইটা দেখতে হবে। চাইরদিক থিকা যেইভাবে চাপাইতেছে মহাবিশ্বের কোথাও একটা ইজরায়েল খুঁইজা নিতে হবে সেইসব মানুষের জন্য যারা ধর্ম-এথনিসিটি-অর্থনৈতিক শ্রেণীভিত্তিক বৈষম্যের অন্তত সাংস্কৃতিক বিরোধিতা করছিল বা চাইছিল
আমরা মনে হয় দুইজন দুই প্রসঙ্গে কথা কৈতেছি।
আমরা মনে হয় দুইজন দুই প্রসঙ্গে কথা কৈতেছি।
দেশ ছাইড়া কী কী পাওয়া যায় এবং কী কী পাওয়া যায় না সেইটা আমার নতুন কইরা আর কিছু জানার নাই।
আমরা মনে হয় দুইজন দুই প্রসঙ্গে কথা কৈতেছি।
দেশ ছাইড়া কী কী পাওয়া যায় এবং কী কী পাওয়া যায় না সেইটা আমার নতুন কইরা আর কিছু জানার নাই।
আমার পয়েন্ট ছিল দুনিয়া ছাড়া নিয়া।