খুচরো ভাংতি সব দলগুলোকে সংলাপে দাওয়াত দিয়ে পোলাও কোরমা খাওয়ানোর বন্দোবস্ত করা হলেও বামাতিরা উপোস করতে বাধ্য হচ্ছে। জাফর নটরাজ দাওয়াত পেলেও মইনুল উকিল জেলে পচছে। তার কথা কেউ বলেও না। মইনুলের অবস্থা একদম ছোট গণতন্ত্রের মতো। বাকিদের ভিড়ে হারিয়ে যাওয়া এক যুবরাজ।
31/10/2018 - 1:09পূর্বাহ্ন
https://www.prothomalo.com/bangladesh/article/1563416/