বিএনপি-জামাত জোটপ্রধান কামালুকিল ভোটে দাঁড়াবে না। এটা ভাল সিদ্ধান্ত হয়েছে। জামানতের টাকাটা বাঁচল। ভোটের পরেও নিজের কাল্পনিক জনপ্রিয়তা নিয়ে গপ্প করতে পারবেন। http://www.banglatribune.com/politics/news/391109
জামানতের টাকা বাঁচানোর কথা ভাবলে ৯৫% প্রার্থীর আসলে ভোটে দাঁড়ানো উচিত না। আমি বুঝি না এই লোকগুলো হারবে নিশ্চিত জেনেও কেন ভোটে দাঁড়ায়! ৩০/৪০ বছর রাজনীতি করেও পাবলিকের কাছে নূন্যতম গ্রহনযোগ্যতা নেই জেনেও কেন এমন রাজনীতি করে!