একটা হবিট রেস্তোরাঁ খুলতে হবে। নাম হবে সোনালি কেবিন। সেখানে ব্রেকফাস্টে গরম গরম রুটিভাজি, সেকেন্ড ব্রেকফাস্টে গু, ইলেভেন্সেসে গু, লাঞ্চনে গু, অ্যাফ্টারনুন টিতে গু, ডিনারে গু ও সাপারে গু পরিবেশন করা হবে।
সচলে মাঝে মাঝে এমন লেখকদের দেখা পাওয়া যাচ্ছে যারা পাঠকের সাথে মিথষ্ক্রিয়ায় আগ্রহী নন্, যা সচলের মূল স্পিরিটের পরিপন্থী। পাঠকের প্রতিক্রিয়াকে উপেক্ষা করে এমন উন্নাসিক লেখকের পোস্টে এখন থেকে আর মন্তব্য করবো না।