নাসের যাতে আসওয়ান বাঁধ নির্মাণ করতে না পারেন, সেজন্য অ্যান্থনি ইডেন ফস্টার ডালেসকে জপিয়ে বিশ্বব্যাঙ্কের ঋণ বাতিল করিয়েছিলেন। আসওয়ান বাঁধ তারপর নির্মিত হয়েছে। বিশ্বব্যাঙ্কের মোড়লি ছাড়াই পদ্মা সেতু হোক।
|
চীনাদের খুব বড় করে ধমক দিলেন আনু স্যার।
http://www.prothom-alo.com/opinion/article/221128/%E0%A6%95%E0%A6%BE%E0%... চীনু ছ্যার এইবার অল্পের উপর ছেড়ে দিলেন। 22/05/2014 - 5:53অপরাহ্ন |
চুড়ান্ত বদদোয়া থাকলো মোদীর জন্য। আগামী ছয় মাসের মধ্যে রুপির বিপরীতে টাকা সমান সমান হোক। চিনি শিল্প লাভে আসুক।ঢালাওভাবে এয়ারটেল বর্জন করা হোক। দেশি চিনি কেনা আর এয়ারটেল বর্জন করা এই দুটো কাজ করা এখনো খুব কঠিণ না।
একটা চিহ্নিত গণহত্যাকারীকে ভারতবাসি যেভাবে ভোট দিলো। তাতে তারা মোদির কাছে ঠিক কী ‘উন্নয়ন’ চায় সেটা স্পষ্ট। মাঝে একটা পরিসংখ্যান দেখছিলাম, ভারত সবচেয়ে বেশি বৈদেশিক মূদ্রা উপার্জন করে যে সব দেশ থেকে সেই তালিকার তিন নম্বরে বাংলাদেশ! বিপরীতে আমরা ওদের থেকে কতটা ইনকাম করি জানা দরকার। অ্যাভারেজ ভারতীয়র ধারণা বাংলাদেশে মানুষ না খেয়ে মরে, আর ওদের দেশে অবৈধভাবে গিয়ে কাজকামধান্দা করে। বাঙালী থেকে অবাঙালী সবার মধ্যেই এই রকম ধারনা। 18/05/2014 - 5:05অপরাহ্ন |
অভিনন্দন মোদি! ভারতের মানুষ যে মনোবাসনা নিয়ে আপনাকে এত ভোট দিয়েছে তা পূরনে কাজে নেমে পড়ুন।
|
চারদিন পার হয়ে যাওয়ার পরও প্রশাসনের তরফ থেকে দৃশ্যত কোনো উদ্যোগ নেই নারায়ণগঞ্জের খুনের ঘটনায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতার করার। বিচার বিভাগের সিদ্ধান্তকে এভাবে উপেক্ষা করার এই প্রচেষ্টা নিন্দনীয়।
|