আজকে শুরু হলো সচলায়তনে আমার পথ চলা।
খোঁজ পেয়েছিলাম অনেক আগেই। জানতাম এলিট ব্লগারদের আড্ডাখানা। এ ভয়েই রেজিস্ট্রেশান করা হয় না। গতরাতে সাহস করে রেজিস্ট্রেশান করেই ফেললাম।
এখানেও নাকি জয়েন করার পর কয়েকদিন নজরদারীতে রাখা হবে। তবুও সাহস করে প্রথম পোস্ট করতে বসলাম। অনেক কিছুই এখনো শিখতে বাকী। ছবি কি করে এটাচ করে মোটামুটি ধারনা পেয়েছি। করতে পারবো কি না জানি না। একাধিক ছবি দেবার...