আজকে শুরু হলো সচলায়তনে আমার পথ চলা।
খোঁজ পেয়েছিলাম অনেক আগেই। জানতাম এলিট ব্লগারদের আড্ডাখানা। এ ভয়েই রেজিস্ট্রেশান করা হয় না। গতরাতে সাহস করে রেজিস্ট্রেশান করেই ফেললাম।
এখানেও নাকি জয়েন করার পর কয়েকদিন নজরদারীতে রাখা হবে। তবুও সাহস করে প্রথম পোস্ট করতে বসলাম। অনেক কিছুই এখনো শিখতে বাকী। ছবি কি করে এটাচ করে মোটামুটি ধারনা পেয়েছি। করতে পারবো কি না জানি না। একাধিক ছবি দেবার নিয়মটা কি? লিঙ্ক, ইউটিউব ক্লিপস এসব কিভাবে দেয়?
যাই হোক আমার প্রথম পোস্ট হিসাবে একটা ছবি বেছে নিলাম। ছবিটা গত মাসের সেপ্টেম্বরে দার্জিলিং পাড়ায় তুলেছিলাম। ছবির নাম ন্যু। ম্রো ভাষায় ন্যু মানে 'জননী'। ছবির দিদি অবশ্য বাবুটার মা নয়। এখন জুম্মের সময়। গ্রামে অতিবৃদ্ধ আর শিশু ছাড়া সবাই ব্যাস্ত। দার্জিলিং পাড়া তাই খাঁ খাঁ জনশুন্য। চায়ের দোকানে বসেছি। এক মুরং ভবঘুরে লোকের সাথে আড্ডা হচ্ছিলো। এমন সময় দেখি এই দিদি বাবুটাকে কোলে নিয়ে দোল দিচ্ছে আর গান গেয়ে কান্না থামাচ্ছে।
ছবি তুলে দিদিকে জিজ্ঞেস করলাম,'আপনার বাবুটাতো অনেক সুন্দর। নাম কি ওর?'
দিদির উত্তর, 'এ আমার বাচ্চা না। কার বাচ্চা জানি না। আমি বগালেক পাড়ায় থাকি। পথে যেতে যেতে দেখি বাচ্চাটা কাঁদছে। বাবা-মা গেছে জুম্মে। আমি তাই কোলে নিয়ে গান গেয়ে শান্ত করছি।'
দিদির গানের গলা সুন্দর। বাচ্চার শান্ত হতে সময় লাগলো না। দিদি আবার জায়গা মতো রেখে চললেন দুরের বড় পাহাড়টার ওদিকে মাচাং পাড়ার সামনের ভ্যালিতে। ওখানে তার জুম্ম ক্ষেত। সারাদিন অনেক কাজ পড়ে আছে।
মন্তব্য