Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ভানুসিংহ ঠাকুর ব্রজবলী

আজু,সখি মুহু মুহু

s-s এর ছবি
লিখেছেন s-s (তারিখ: রবি, ০১/১১/২০০৯ - ১২:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আজু , সখি মুহু মুহু গাহে পিক কুহু কুহু,
কুঞ্জবনে দুঁহু দুঁহু দোহার পানে চায় ।
যুবনমদবিলসিত পুলকে হিয়া উলসিত,
অবশ তনু অলসিত মুরছি জনু যায়।
আজু মধু চাঁদনী প্রাণ-উনমাদনী,
শিথিল সব বাঁধনী, শিথিল ভই লাজ ।
বচন মৃদু মরমর, কাঁপে রিঝ থরথর,
শিহরে তনু জরজর কুসুমবনমাঝ ।
মলয় মৃদু কলয়িছে , চরণ নাহি চলয়িছে ,
বচন মুহু খলয়িছে , অঞ্চল লুটায় ।
আধফুট শতদল বায়ুভরে টলমল
আঁখি জনু ঢলঢল চাহিতে নাহি চায়...