বইমেলা প্রতিদিন ২১

আহমেদুর রশীদ এর ছবি
লিখেছেন আহমেদুর রশীদ (তারিখ: রবি, ২২/০২/২০০৯ - ৪:০৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

একুশ মানে মাথা নত না করা। এই অঙ্গীকারে গতকাল বাঙালি আবারো পালন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশ আমাদের সকল প্রেরণার উৎস। একুশকে কেন্দ্র করেই এই বদ্বীপটি আজ পৃথিবীর বুকে স্বতন্ত্র পরিচয়ে পরিচিত। কাল সারাদিন বইমেলা ও এর আশেপাশের এলাকায় ছিলো উৎসবমুখর পরিবেশ।
গতকাল ছিলো সচল দিবস। সচল সংকলন ও সিকি- আধুলি গদ্যগুলির জমজমাট মোড়ক উন্মোচন ..............................................................................................
...................................................................................................................................................................................................................
ÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑ
ÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑ


মন্তব্য

কীর্তিনাশা এর ছবি

কই গেল সব ........!!

দেইখা যান! টুটুল ভাইয়ের ফাঁকিবাজি দেইখা যান !!

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অমিত আহমেদ এর ছবি

প্রতিদিন কষ্ট করে সিরিজটা দেবার জন্য ধন্যবাদ টুটুল ভাই।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

আহমেদুর রশীদ এর ছবি

গতকাল রাতে বাসায় ফিরে এমন ঘুম এলো-লেখা আর হয়ে উঠেনি।আজ সকাল থেকে তিনবার লিখলাম-লিখতে লিখতে কারেন্ট চলে যায়-সেভ দিতে ভুলে যাই-শেষ পর্যন্ত ঘোলই দিতে হলো।
লেখাটা আমি প্রবল আনন্দের সাথে,গভীর অনুভুতির সাথে লিখতে চেষ্টা করি-বেশী পারিনা,এটা আমার স্পিড এবং সময় স্বল্পতার ব্যর্থতা।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

কীর্তিনাশা এর ছবি

টুটুল ভাই, আপনার এই ভয়াবহ ব্যাস্ত সময়ের মাঝেও যে সময় করে এই পোস্ট দিচ্ছেন নিয়মিত তাই তো অনেক কিছু। আর ছোট হলেও আপনার লেখনি শক্তির জোরে সব লেখাই অন্য রকম হয়ে যায়।

উপরের মন্তব্যটি নিছক মজা করার জন্য করা। আশাকরি আপনি মনে কিছু করেননি। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

অমিত আহমেদ এর ছবি

এটা আমি বুঝতে পারি টুটুল ভাই। এ জন্যই কৃতজ্ঞতা জানালাম।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

অতিথি লেখক এর ছবি

পোস্টগলো দারুণ, কিন্তু এই পোস্টের লেখা কই??

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ঠিকাছে... মাফ করে দিলাম আজকের মতো...
কিন্তু কথা দেন তাইলে...
মেলা শেষ হয়ে গেলে... তিনদিন ছুটি নিবেন... তারপরে বিরাট একটা পোস্ট দিবেন গোটা মেলা নিয়া...
চাইলে কয়েক কিস্তিতেও দিতে পারেন।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

উত্তম প্রস্তাব...

হিমু এর ছবি

ক্রেতারা জুবায়ের ভাইয়ের বই, পূর্ণমুঠি আর সচল সংকলন না পেয়ে শূন্য হাতে ফিরছেন! টুটুল ভাই, ব্যবস্থা করেন!


হাঁটুপানির জলদস্যু

এনকিদু এর ছবি

এক মেলায় একুশ তারিখে এসেছে যেই বই সেই বইয়েরই আবার দ্বীতিয় মুদ্রন প্রয়োজন হয়ে পড়েছে । ভাইরে ভাই , আমরা তো মনে হচ্ছে আসলেই কিছু পাঠক বানিয়ে বসেছি । মানে আমাদের বই আমরা ছাড়াও অন্য লোকে কিনছে ।


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

থার্ড আই এর ছবি

একুশ পর্যন্ত এসেছেন , অসীম ধৈর্য আপনার।
চালিয়ে যান।
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

বইমেলার ঘোর ব্যস্ততার ভেতরেও আপনার এই প্রাত্যহিক পোস্ট (মাঝে-মধ্যে তা খুদে হলেও) আমার মতো অনেকেরই প্রাত্যহিক পাঠ্যে পরিণত হয়েছে। অজস্র ধন্যবাদ।

আর দেল্গীর্নজ্রুলিস্লামের প্রস্তাবটা ভেবে দেখতে অনুরোধ করি।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।