আবোল তাবোল

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: সোম, ০২/০৬/২০০৮ - ৪:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

১.
“সমঝোতার জন্য সফল
সংলাপের আজ বিকল্প নাই”
আবার কেন সেই “অভিযান”
ঐক্য তবে কি কল্পনাই?
২.
সত্য বলার মতো যখন
নেই সাহসী বীর দেশে
দেশতো মগের মুলুক হবেই
চলবে তাদের নির্দেশে !
৩.
সুশীল সমাজ হরহামেশাই
কাঁদতো বলে - মাই ল্যান্ড ..
হঠাত্ ভীষণ নীরব যেন
পায়ের নীচে নাই ল্যান্ড !

[ক'দিন ধরে বেশ অস্থির সময় যাচ্ছে। শুধু নিজের উপস্থিতিটা জানান দেয়ার জন্যই এই পোষ্ট । ক্ষমা চাইছি এই দূর্বল লেখার জন্য ! ]
০২ জুন ২০০৮


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

লেখা মোটেই খারাপ হয়নি। চালিয়ে যান। আর আপনার অস্থিরতাও কেটে যাক দ্রুত।
কীর্তিনাশা

স্নিগ্ধা এর ছবি

সব লেখা সমান 'সবল' হবে এমন অন্যায় আশা পড়িয়েরা করবেই বা কেন ? আর 'দূর্বল' বলে কোন দূর্জন' শুনি ? হাসি

আপনার অস্থিরতা সাময়িক হোক, অনবদ্য ছড়ার ধারা অব্যাহত থাকুক ...............

আহমেদুর রশীদ এর ছবি

বিষয়টাও অনেক সময় শক্তিশালী হয়। এইখানে যেমন।

---------------------------------------------------------
আমাকে ডাকে আকাশ, বোঝে মাটি হাওয়া জল
বোঝে না মানুষ আর বিনাশী মুদ্রার ছল

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

মুজিব মেহদী এর ছবি

সত্য বলার মতো যখন
নেই সাহসী বীর দেশে
দেশতো মগের মুলুক হবেই
চলবে তাদের নির্দেশে !

ছড়া তো সবলই লাগল।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

অনিন্দিতা এর ছবি

সত্য বলার মতো যখন
নেই সাহসী বীর দেশে
দেশতো মগের মুলুক হবেই
চলবে তাদের নির্দেশে !

ভাল লাগছে তো॥ এত ইতস্তত করার কি আছে?

তীরন্দাজ এর ছবি

এক নম্বরটা খুবই ভালো লেগেছে। সবগুলোই খুব ভালো।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

অতিথি লেখক এর ছবি

দুর্বলতা আপনার মনে। লেখায় নেই।
-জুলিয়ান সিদ্দিকী

মৃদুল আহমেদ এর ছবি

আরে বস...কী হইছে আপনের? মনের কথা খুইলা বলেন! আপনে তো অস্থির হইয়াও ফাটাফাটি ছড়া নামাইছেন একটা... আমি যখন অস্থির হই, তখন তো বাংলা ভাষাই ভুইলা যাই... সেইদিকে আপনি অনেক আগায়া আছেন...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

শাহীন হাসান এর ছবি

অস্থির সময় আসে, চলে যাবার জন্যই?
এটাই হোক, ভাল-থাকবেন।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

অস্থিরতার কালেই এমন ছড়া বেরোয় আপনার কলম (কিবোর্ড) থেকে!

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍দু'নম্বরটা অতি অসাধারণ!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ইরতেজা এর ছবি

আমার কাছে প্রতিটাই ভালো লেগেছে।

_____________________________
ত্রসরেণু অরণ্যে

_____________________________
টুইটার

আকতার আহমেদ এর ছবি

কীর্তিনাশা, স্নিগ্ধা, টুটুল ভাই, মুজিব মেহদী, অনিন্দিতা, তীরুদা, জুলিয়ান সিদ্দিকী, মৃদুল ভাই, শাহীন হাসান, সন্ন্যাসী, ইরতেজা - সবাইকে অশেষ কৃতজ্ঞতা ।
এরকম অন্যায় প্রশ্রয়ের কারণেই হয়তো আমার মতো সাধারণ ছড়া লেখকরা বেঁচে যায় অপমৃত্যুর হাত থেকে !

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হু... অতীব্র দূর্বল হইছে... এইবার যান... ফুটবল খেইলা আসেন...
পাহাড়ের দেশ থেকে সবল দূর্বল আনলেন? ঝাইড়া তবে কাশেন...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।