চলছে এখন আর্মি শাসন

আকতার আহমেদ এর ছবি
লিখেছেন আকতার আহমেদ (তারিখ: বিষ্যুদ, ০৫/০৬/২০০৮ - ৯:২৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আপনি যতোই সময়টাকে
"শিথিল ইমার্জেন্সি" বলেন
সংস্কারের প্রক্রিয়াকে
যতোই কিউট, ফ্যান্সি বলেন

আলোচনার নামে যতোই
নিত্য নতুন ফন্দি করেন
কারো সাথে সন্ধি আবার
কাউকে যতোই বন্দি করেন

ডেমোক্রেসির কথা বলে
প্রচার করেন যতোই ভাষণ
সবাই জানে বাংলাদেশে
চলছে এখন আর্মি শাসন !

০৪ জুন ২০০৮


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

রেটিং করার ক্ষমতা নেই। থাকলে পাঁচ তারা দিতাম। দারুন এক ছড়া হয়েছে।
কীর্তিনাশা

স্পর্শ এর ছবি

ভাল লাগলো!
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

খেকশিয়াল এর ছবি

বরাবরেই মতই ভাল লিখসেন, নতুন আর কি কমু

-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

মৃদুল আহমেদ এর ছবি

সাহসের জন্য সাবাস!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

আকতার আহমেদ এর ছবি

কীর্তিনাশা, স্পর্শ, খেকশিয়াল, মৃদুল ভাই - ধন্যবাদ আপনাদের !

তীরন্দাজ এর ছবি

দারুন...এই একটাই কথা!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

মুজিব মেহদী এর ছবি

এই সত্যটা আমরা সবাই জানি, কিন্তু সবাই এত সুন্দর করে বলতে পারি না।
................................................................
আমার সমস্ত কৃতকর্মের জন্য দায়ী আমি বটে
তবে সহযোগিতায় ছিল মেঘ : আলতাফ হোসেন

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

গৌতম এর ছবি

ইদানিং নাকি লাগামের দাম বেড়েছে। অর্থনীতির সূত্রানুসারে, চাহিদা বাড়লে দাম বাড়ে।

তবে কেউ কেউ আছেন, যারা লাইনে দাঁড়িয়ে লাগাম কেনেন না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ : : : ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অনিন্দিতা এর ছবি

বাহ্ এক কথায় প্রকাশ!

আকতার আহমেদ এর ছবি

অশেষ ধন্যবাদ তীরুদা, মুজিব মেহদী, গৌতম ও অনিন্দিতা ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বাহ্ বাহ্...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রায়হান আবীর এর ছবি

বাহ বাহ্‌ সিরাম হয়েছে।

আর্মি শাসন নিয়া আমি একটা গল্প লিখেছিলাম এইখানে...
---------------------------------

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সত্যি কথার চমৎকার প্রকাশ !

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍আহ্!
শাণিত বক্তব্যের পরিচিত মোলায়েম ছড়া!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দ্রোহী এর ছবি

চমৎকার ছড়া।


কি মাঝি? ডরাইলা?

আকতার আহমেদ এর ছবি

নজরুল ভাই, রায়হান আবীর, সুলতানা পারভীন শিমুল, সন্ন্যাসী, দ্রোহী ভাই - অনেক অনেক ধন্যবাদ ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।