দলের জন্যে দু'জনেরই দেখি
সেকি ভয়ানক কান্না
“যে কোন মূল্যে দলীয় ঐক্য..”
বিভক্তি কেউ চান না !
জনগণ পড়ে গোলক ধাঁধাঁয়
কেউ কেউ বেশ “ঝামেলা” বাঁধায়-
“সমাধান যদি চান তবে কেন
ঐক্যের পথে যান না?”
এক নেতা বলে - আমি চৌধূরী
বাকী জন - আমি খাঁন...
মহামতি লীলেন
এই অধমের এমন “জটিল”
নামটা দিয়েছিলেন !
তখন থেকে “নিক”-টা আমার
সকল লেখার সাথেই
অবশেষে সচল হলাম
এ্যাই.. গতকাল রাতেই
ভাবছি, নিজেই নিজের জালে
হলামনা তো আটক?
কৃতজ্ঞতা.. লীলেন, মডু..
সকল লেখক-পাঠক !