মোবাইল আমাদের জীবনে একটি অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর দিন দিন এর প্রয়োজনীয়তা এবং কার্যকারিতা বেড়েই চলেছে। মোবাইলের ব্যবহার আপনার কথা বলা ছাড়া অন্যান্য যোগাযোগ বা ইন্টারনেট ব্যবহারের অভিজ্ঞতাকে কতটুকু প্রভাবিত করে সেটা জানতে এই জরিপ।
এস.এম.এস অপশন থেকে একটি এবং অন্যান্য অপশন থেকে যতখুশী - মোট ছয়টি অপশন সিলেক্ট করতে পারবেন এই জরিপে।
এস.এম.এস. ব্যবহার করে অন্যান্য কাজ কর ...
[justify]সর্বপ্রথম কোন খেলোয়াড় ১০ নম্বর জার্সি গায়ে দিয়ে চোখ ধাঁধানো খেলা দেখিয়েছিলেন জানা নেই। জানা আছে এটুকুই যে এ-কালে প্রায় প্রতি দলের সেরা খেলোয়াড়টি ১০ নম্বর জার্সি পরে খেলেন। পেলে, প্লাতিনি, ম্যারাডোনা, জিদান, রোনালদিনহো, প্রমুখ এই জার্সি গায়ে দিয়ে বিশ্ব মাতিয়েছেন ফুটবলের সর্বোচ্চ আসরে। শুধু ড্রিবলিং বা শুটিং নয়, অনুকরণীয় নেতৃত্ব দিয়ে এঁরা হয়েছেন নিজ দলের প্রতীক, রেখেছেন দলে ...