Archive - মে 15, 2009 - বইয়ের পৃষ্ঠা

শিখবা নাকি ক্যামেরাবাজী?: পর্দাগতি বা শাটারস্পীড (Shutterspeed)

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শুক্র, ১৫/০৫/২০০৯ - ৮:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ক্যামেরার ফিল্ম বা সেন্সরের উপর কতক্ষণ ধরে আলো পড়বে সেটা নির্ধারন করে দেয় এই পর্দাগতি বা শাটারস্পীড। সাধারণতঃ লেন্স আর ফিল্ম বা সেন্সরের মাঝে একটা যান্ত্রিক পর্দা দ্বারা এটা নিয়ন্ত্রন করা হয়। এটা যতটুকু সময়ের জন্য খুলে বন্ধ হয়ে যায় ততটুকু সময়কে শাটারস্পীড বলে। উদাহরনস্বরুপ, 1/125s এর শাটারস্পীড মানে ক্যামেরার পর্দা ১ সেকেন্ডের ১২৫ ভাগের এক ভাগ সময় ধরে আলো আসতে দিয়েই বন্ধ হয়ে যা...