Downbound Train

আশিক আহমেদ এর ছবি
লিখেছেন আশিক আহমেদ (তারিখ: মঙ্গল, ১০/০৭/২০০৭ - ১০:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

Bruce Springsteen এর আরেকটা মন খারাপ করা গান/গল্প। পরাজিত মানুষ, এবং তার সম্ভাবনাময় অতীত থেকে দূরে সরে যাবার কাহিনী। সুখী, সফল মানুষের ছবি আঁকেন না কেন Springsteen তার গানে, কে জানে। গানটির লিরিকস দিলাম এখানেঃ

Downbound Train

I had a job, I had a girl
I had something going, mister, in this world
I got laid off down at the lumber yard
Our love went bad, times got hard
Now I work down at the car wash
Where all it ever does is rain
Don't you feel like you're a rider on a downbound train

She just said, "Joe, I gotta go
We had it once, we ain't got it anymore"
She packed her bags, left me behind
She bought a ticket on the Central Line
Nights as I sleep, I hear that whistle whining
I feel her kiss in the misty rain
And I feel like I'm a rider on a downbound train

Last night I heard your voice
You were crying, crying, you were so alone
You said your love had never died
You were waiting for me at home
Put on my jacket, I ran through the woods
I ran till I thought my chest would explode
There in the clearing, beyond the highway
In the moonlight, our wedding house shone
I rushed through the yard
I burst through the front door, my head pounding hard
Up the stairs I climbed
The room was dark, our bed was empty
Then I heard that long whistle whine
And I dropped to my knees, hung my head and cried

Now I swing a sledge hammer on a railroad gang
Knocking down them cross ties, working in the rain
Now, don't it feel like you're a rider on a downbound train

==========================================

গানটি ডাউনলোড করতে পারেন এখান থেকে


মন্তব্য

মুহম্মদ জুবায়ের এর ছবি

আমারও খুব পছন্দের গান। যে অ্যালবামের গান এটি তার সব গানই আমেরিকার নিম্নবর্গের খেটে খাওয়া মানুষের জীবনধারণ ও ভাবনার প্রতিনিধিত্ব করে। সে জীবন খুব সুখের নয়।

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

হাসান মোরশেদ এর ছবি

শুনতে চাই ।
লিরিক দেয়া আছে বলে ধরতে পারবো । নাইলে আমি ইংরেজী গান বোঝিনা

-----------------------------------
'পড়ে রইলাম বিধির বামে,ভুল হলো মোর মুল সাধনে'

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

আশিক আহমেদ এর ছবি

মূল পোস্টে লিঙ্ক দিলাম।

ভাস্কর এর ছবি

vashkar.abedin@gmail.com

এই এ্যাড্রেসে পাঠাইয়েন গানটা...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...


স্বপ্নের মতোন মিলেছি সংশয়ে...সংশয় কাটলেই যেনো মৃত্যু আলিঙ্গন...

আশিক আহমেদ এর ছবি

পাঠিয়েছি... হাসি

অমিত আহমেদ এর ছবি
মাশীদ এর ছবি

আগে একবার পাঠিয়েছিলি গানটা।
শুনছি এখন।
থ্যাংকস্।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।