যান্ত্রিকের একাল-সেকাল

আশিক আহমেদ এর ছবি
লিখেছেন আশিক আহমেদ (তারিখ: মঙ্গল, ১০/০৭/২০০৭ - ২:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

স্যার অযান্ত্রিকের ৯০ আর ৯২ সালের পুরানো দুটো সংখ্যা ধরিয়ে দিলেন (অযান্ত্রিক - বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের টার্ম ম্যাগাজিন)। আমার কাজ হলো এগুলো কে পিডিএফ ফাইলে পরিনত করা। বাসায় এসে উলটেপালটে দেখলাম - ঝরঝরে অবস্থা, ভেতরে কয়েক জায়গায় সাইন পেনের আকিবুকি (স্যারের ছেলের কাজ মনে হয়)।

খুব সাবধানে পাতা উল্টাচ্ছি, কারণ স্যারের মতে এটাই শেষ নমুনা। একটা কবিতা মনে ধরেছে, লেখকের অনুমতি ছাড়াই তুলে দিলাম -

শেষ বিদায়
বিপ্লব বিশ্বাস
--------------------

যাচ্ছো যাও
টিকিট কাটার আগে শুধু একবার ভেবো,
তুমি যাচ্ছো না কোথাও,
কেন যাবে?
সেই ধু ধু দূরত্ব কেন বাড়াবে?
কাউন্টারে শুধু চুপিচুপি বলো,
না যাওয়ার টিকিট খানাই দিন।

যাওয়াই তো হলো - বহুদিন -
ভেতরে বাইরে কিংবা স্বপ্নে জাগরনে,
কম তো যাওনি,
তবে এবারকার মতো না হয় গোপনে
থেকে যাও।

=============================

মজার ব্যাপার হচ্ছে, ২০০৫ সালে প্রকাশিত ম্যাগাজিনের সাথে এটার কোন পার্থক্য নেই। ছকবাধা সম্পাদকীয় আর বিভিন্ন স্যারদের বানী, দীপক স্যারের রসালো কিন্তু উপদেশমুলক লেখা, শেষ বর্ষের ছাত্রদের হায়হুতাশ - সব একই আছে। এবং সেই বছরও ছাত্ররা বিশ্বকাপ দেখার জন্য ক্লাস বর্জন করেছিলো।

ইতিহাসের পুনরাবৃত্তি......নাকি আমরা সবাই আটকে আছি একই জায়গায়?


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

"কাউন্টারে শুধু চুপিচুপি বলো,
না যাওয়ার টিকিট খানাই দিন।" - আবেগের অসাধারণ প্রকাশ। শেয়ার করার জন্য ধন্যবাদ।

সূর্যের নিচে নাকি নোতুন করে কিছু হয় না, পুরোনোই ঘুরে ঘুরে আসে। আমার কথা না, শার্লক হোমসের। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

??? এর ছবি

শার্লক হোমসের কথা নাকি? আমি তো "এভরিথিং ইজ ডান আন্ডার দ্য সান" শুনে ভাবছিলাম পিঙ্ক ফ্লয়েডই এর জনক!

অছ্যুৎ বলাই এর ছবি

শার্লক হোমস (A study in Scarlet) পড়তে গিয়েই প্রথম এই মহানবাণীর দেখা পাই। তবে অরিজিনাল জনক আরো আগের অন্য কেউও হতে পারে, সম্ভবত কোনো গ্রীক দার্শনিক। এই ব্যাটারাই এইসব ঘোরপ্যাঁচ বাণীর জনক। হাসি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

মাশীদ এর ছবি

তোকে সচলাবস্থায় দেখে ভাল লাগছে।

কবিতাটা খুবই সুন্দর। শেয়ার করে ভাল করেছিস। অছুদার মতো আমারো ঐ অংশটা ভাল লাগল খুব।

আসলেই...বিশ্বকাপ আর আমরা...আমরা এক জায়গাতেই আটকে আছি মনে হয় আমার। ঐ জায়গাটা ছেড়ে আসার পরে সেটা আরো বেশি মনে হয়েছে। অন্যখানের সবাই কেমন এগিয়ে চলে সময়ের সাথে। আমরাই যেন আটকে থাকি একই ঘূর্ণিপাকে।

পিডিএফ করা হলে আমাকে মেইল করে দিস প্লিজ।


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

আশিক আহমেদ এর ছবি

PF এর লাইন টা এইরকম
"everything under the sun is in tune
but the sun is eclipsed by the moon"

মন্তব্যের জন্য ধন্যবাদ।

মাশীদ আপুঃ

মেইল যাইতেছে, চিন্তা কইরেন না।

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমরা যখন প্রথমবর্ষে পড়ি (এখনকার ভাষায় লে-১ টা-২) তখন অযান্ত্রিকের ১৯৯২ সংখ্যাটি বের হয়েছিল। আমার কাছে এর কপি আছে। সুতরাং আপনার/আপনার স্যারের কাছে থাকা কপি সম্ভবত শেষ নমুনা নয়। ঠিক ঐ সময়েই আমাদের পশ্চিম দিকের তৎকালীন প্রতিবেশীরা 'শর্ট সার্কিট' নামে একটা ম্যাগাজিন বের করেছিল।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।