নিঃশঙ্ক চিত্তের চেয়ে জীবনে বড় কিছু নাই...

বিপ্লব রহমান এর ছবি
লিখেছেন বিপ্লব রহমান (তারিখ: বুধ, ২৩/০১/২০০৮ - ১:১২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

.
সদ্য কারামুক্ত শিক্ষক নেতা আনোয়ার হোসেন বলেছেন, দেশে এখন ভুতড়ে শাসন চলছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির ক্ষমাবলে মুক্ত এই শিক্ষক নেতা তার বাসভবনে সাংবাদিকদের বলেন, সত্য উচ্চারণে আমরা ভীত হবো না। সত্য যতো কঠিন হোক না কেনো, তা উচ্চারণ করবো। ন্যায়ের পক্ষে সত্য কথা বলতে গিয়ে একবার জেলে গিয়েছি। প্রয়োজনে আবারো জেলে যাবো; মানুষ আবারো আমাদের মুক্ত করে আনবে।

..তিনি বলেন, বুধবার ঢাবিতে অনুষ্ঠেয় সংহতি সমাবেশে অংশ গ্রহণ করে তারা জরুরি অবস্থা প্রত্যাহার করতে বলবেন।

আনোয়ার হোসেন বলেন, দেশে এখন ভুতুড়ে শাসন চলছে। যতদ্রুত এই শাসন যাবে, ততই তা দেশের মঙ্গল। তিনি দ্রুত নির্বাচন দেওয়ার জন্যও সরকারের কাছে দাবি জানান।

তিনি আরো বলেন, ভুতুড়ে শাসনের আমলে মানুষ দ্বিধান্বিত এবং আতঙ্কিত। নির্বাচিত - গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসলে মানুষের দ্বিধা ও ভয় চলে যাবে। মানুষের আস্থা ফিরিয়ে আনা প্রয়োজন। ভুল এবং ভুতের শাসন থেকে মুক্ত হতে দরকার নির্বাচন। মানুষই নির্বাচন করবে কে দেশ চালাবে, খালেদা, না হাসিনা?

.তিনি বলেন, এটা ১৯৭৫ সাল নয়, এটি ২০০৮ সাল। সেনা শাসকদের বুঝতে হবে, তারা চাইলেই সব কিছু করতে পারবেন না। ঢাবিতে দলীয় এবং লেজুড়বৃত্তির রাজনীতি চলতে পারে না। ছাত্র রাজনীতি হবে শিক্ষার্থীদের অধিকার সংহত রাখার জন্য। রাজনীতিবিদেরও পরিশুদ্ধ হওয়ার প্রয়োজন আছে।...

ছবি: প্রেসনোট ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম


মন্তব্য

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

নিঃশঙ্ক উচ্চারণের জন্য কারামুক্ত শিক্ষকদের অভিনন্দন।

জলপাইরা ছাত্রদের ছাড়বে কবে?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুজন চৌধুরী এর ছবি

এখন একটু জল পাই কোথায়, এ্যা????
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

মুহম্মদ জুবায়ের এর ছবি

পৃথিবীর যে কোনো ক্যান্টনমেন্টে। চোখ টিপি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

অতিথি লেখক এর ছবি

নিঃশঙ্ক চিত্তের চেয়ে জীবনে বড় কিছু নাই...
খুব সত্য কথা । স্যালুট এগেইন কমরেড কর্নেল তাহের !
-- ফকির ইলিয়াস

বিপ্লব রহমান এর ছবি

.
বিচার আর ক্ষমার এই ধৃষ্টতা সহ্য হয়?


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।