জলসাহাবী

আশরাফ মাহমুদ এর ছবি
লিখেছেন আশরাফ মাহমুদ (তারিখ: বুধ, ০৯/০৯/২০০৯ - ২:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হুইসেল বাজিয়ে নিলীকা চুষে নিচ্ছে সমস্ত বিকেল,
আমি পুড়ে যাচ্ছি, পুড়ে যাচ্ছে ফিঙেশিস্!
লাউ পাতার নরোম নরোম দেখিয়ে নিলীকা কেড়ে
নিচ্ছে জোনাকনদীসন্ধ্যে;
অভিমানে নারিকেল পাতায় আঁছড় কাটে একটি দোয়েল-
একটি দোয়েল।

খুব সন্তোপণে আমরা পিছনে ফিরে যাই
পিছনে উঠে আসে নিরুদ্দেশ মাঠ
আর আইলের অচিন।
জন্মান্ধ হয়ে খুঁড়ে গেছি পাতার জংশন,
মেঠো ছত্রাক কান্না।

পদ্মফুলের আস্তিনে সূর্যের পরশ সুবঁধু-
ঘ্রাণে ডেকে নেয় নিলীকা।
কাঁদো কাঁদো কাঁঠালকাঠের ভস্ম
বাইরে ভিজে আগুনের আঙুল
আমাকে পুড়িয়ে দাও নিলীকা,
কেবল অশ্রুর মানচিত্রে হইবো জলসাহাবী।


মন্তব্য

সৈয়দ আফসার [অতিথি] এর ছবি

আশরাফ ভাই,
পড়লাম।
ভাল লাগল।
ভাল থাকুন।
সৈয়দ আফসার

আশরাফ মাহমুদ এর ছবি

ধন্যবাদ আফসার ভাই। আপনাকে এখানে দেখে ভালো লাগছে।
----------------------------------------
শুধু শরীরে জেগে থাকে শরীরঘর
মধ্যবর্তী চরকায় খেয়ালী রোদের হাড়
http://meghpalki.blogspot.com/

নজমুল আলবাব এর ছবি

ভাল্লাগছে।

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

আশরাফ মাহমুদ এর ছবি

ধন্যবাদ আপনাকে।
----------------------------------------
বাসে অনেক ঘুম জমে
ভিতরে ভুলে যাই শস্যের চমক
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

s-s এর ছবি

নারিকেল পাতায় একটি দোয়েল আঁচড় না কেটে আঁছড় কাটলো দেখে এবং আমরা সন্তর্পণে না ফিরে সন্তোপনে পিছনে ফিরলাম দেখে শুরুটা করেও শেষ করতে পারলাম না, দুঃখিত। এত বহুল ব্যবহৃত বানান, একটু দেখলেনা না ?মন খারাপ

আশরাফ মাহমুদ এর ছবি

দ্রুত টাইপ করে আর চোখ বোলানো হয় নি! সন্তর্পণ বানানটা প্রায় ভুল হয়। খাইছে আর হবে না আশা করি। ধন্যবাদ আপনাকে।
----------------------------------------
বাসে অনেক ঘুম জমে
ভিতরে ভুলে যাই শস্যের চমক
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।