তিন কন্যা

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ১১/০৬/২০১১ - ৮:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

আজ পূর্নিমার রাতে তিন কন্যা
বেড়িয়েছে আকাশ ভ্রমনে, আজ
তারা কিছু যুবকের বুকে নেশা
বুনে দেবে, দেবে কষ্টের বীজ,
কিছু হাহাকার আর অপূর্ণতা,
আজ পূর্ণিমার রাতে তিন কন্যা
বেড়িয়েছে চরাচর ভ্রমনে। আজ
তারা কিছু যুবককে ভীড়ের মাঝে
ক্যামন একা করে দেবে, ওরা -

যেমন তুমি-আমি, বুঝি তেমনইবা
অতি সাধারণ, শুধু পূর্ণিমা এলেই
জোয়ারের নদীর মতো মন খারাপের
রোগ হবে ওদের, কেবলই মনে হবে,
আহা, কি যেন নেই, কি যেন
নেই; অথচ অমন ভরা জোস্নাতেও
আমরা ঠিকই পোষা নারীর ঘ্রানে
দিব্যি সুখনিদ্রা যাবো। আজ পূর্ণিমার
রাতে তিন কন্যা বেড়িয়েছে পৃথিবী
ভ্রমনে, আজ তারা কিছু যুবককে
পৃথিবীরও অতীত কোন এক অজানা
পৃথিবীর পথ চেনাবে বুঝি, অনাগত
আর সব এমন পূর্ণিমার রাতে, তাদের
কেবলই মনে হবে, এ জীবন বুঝি
প্রাক্তন, এ তারা আগেও করেছে যাপন;

মনে হবে, কেন প্রতি পূর্ণিমার চাঁদ
এতো চেনা মনে হয়, মনে হবে যেন
এমনই কোন রাতে দূর অতীতেও তারা
ছিলো জেগে একা, মাতালের মতো শুধু
জোস্নার রূপ পান করেছিলো, মনে হবে,
এ নিদ্রাহীন করূণ অপ্রাকৃ্ত জীবন তাদের --
ক্যানো আমাদের মতো সাধারণ সহজ নয়?

আজ পূর্নিমার রাতে তিন কন্যা
বেড়িয়েছে ভাগ্যবপনে, আজ দৈবচয়নে
তারা কিছু হতভাগা ভাগ্যবান খুঁজে নেবে।..


মন্তব্য

আশালতা এর ছবি

অতি সুন্দর

রোমেল চৌধুরী এর ছবি

দারুণ! গ্রীক পুরাণের সেই তিন কন্যার কথা মনে পড়ে গেল। হেরা, এথেনা, আফ্রোদিতে। আর এই সেই রুবেন্সের আঁকা বিখ্যাত ছবি।

প্যারিসের হাতে একটি আপেল
দেবেন কাকে ভেবেই বিষম খান
তিন কন্যা একটু কৃপা করো
আঁখির ছুরিতে নিও না ওঁর প্রাণ

http://en.wikipedia.org/wiki/File:Rubens_-_Judgement_of_Paris.jpg

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

কবি-মৃত্যুময় এর ছবি

আজ
তারা কিছু যুবকের বুকে নেশা
বুনে দেবে, দেবে কষ্টের বীজ,
কিছু হাহাকার আর অপূর্ণতা,

অথচ অমন ভরা জোস্নাতেও
আমরা ঠিকই পোষা নারীর ঘ্রানে
দিব্যি সুখনিদ্রা যাবো।

মাতালের মতো শুধু
জোস্নার রূপ পান করেছিলো, মনে হবে,
এ নিদ্রাহীন করূণ অপ্রাকৃ্ত জীবন তাদের --
ক্যানো আমাদের মতো সাধারণ সহজ নয়?

দারুণ ভাইয়া।

______________
রৌদ্রদহন

সজল এর ছবি

দারুণ!

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।