শিরোনাম নেই

ফকির লালন এর ছবি
লিখেছেন ফকির লালন (তারিখ: শনি, ০৪/০২/২০১২ - ৪:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

কমলাক্ষ মারা গ্যাছে, আমাদের বন্ধু কমলাক্ষ মারা গ্যাছে।
কমলাক্ষ খুব বেশী সিগ্রেট খেতো, সেই আমাদের সিগ্রেট খাওয়া শিখিয়েছিলো। দশমীর দিনে কমলাক্ষ মাকে নিয়ে নেমে যেতো নদীর গভীরে। ফিরে এসে বলতো, শাড়ীটা দামী ছিলোরে।

কমলাক্ষ হাতে লাটিম ঘুরাতো, চেচিয়ে বলতো, গাধা পারিসনা ক্যান, এই দ্যাখ, এমনে…। আমি তবু হাতে লাটিম ঘুরাতে পারিনা এখনো।

কমলাক্ষ জীবনকে বড় ভালোবাসতো।
আমরা জীবনকে তার মতো করে ভালোবাসিনা, আমরা জীবনকে ভয় পাই। লাটিমের মতো তাকে হাতে নাচাতে পারিনা, লাটিমের কাঁটার মতো কেবলই তার দুঃখ কষ্টকে বড় মনে হয়।

কমলাক্ষ জীবনকে জড়িয়ে ধরেছিলো, অথচ কমলাক্ষ মারা গ্যাছে।
আমরা জীবনকে ভয় পাই, অথচ তেলাপোকার মতো এখনো আমরা বেঁচে আছি।


মন্তব্য

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কেউ সিংহের মতো করে একদিন বাঁচে আর কেউ শিয়ালের মতো করে হাজার বছর বাঁচে। কে কতদিন টিকে থাকলো তারচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কে কতো গভীরতা আর তীব্রতা নিয়ে বেঁচে ছিল।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

অনিন্দ্য রহমান এর ছবি

আজকাল সিংহজামা ভাড়া পাওয়া যায়। আরশোলার জামাও অনেকে পছন্দ করে কিনতে চায়। ভাড়া করা জুতাজামায় আমরা সবাই রাজা।


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

ফকির লালন এর ছবি

নিরবিছিন্ন অদ্ভুত জীবনযাপনে অভ্যস্থ হয়ে গ্যালে অভিযোগ নেই কোন, কিন্তু অন্যরকমো যে হতে পারতো কেউ কেউ তাই মনে করিয়ে দ্যায়।

আশালতা এর ছবি

কার লেখায় যেন একবার পড়েছিলাম যেখানে কজন বন্ধু মিলে গাড়ি করে ঘুরতে গিয়ে এক জায়গায় জ্যামে আটকে যায় যে জায়গাটায় চারদিক উষর ভুমি। তাইতে একজন বড় বিরক্ত হয়ে বললে, ধুত এ কোথায় আটকালাম, চারদিকে দেখবার মতনও কিছু নেই। তখন একজন বললেন, তা কেন হবে এই উষরতার ও তো একটা নিজস্ব রূপ আছে, সেইটা দ্যাখো। কথাটা বড় ভালো লেগেছিল। পরে নিজের জীবনেও দেখেছি, শুধু সুখ কোন কাজের কথা নয়, বড্ড আলুনে। বরং দুঃখ কষ্টের সময়গুলোর একটা অন্যরকম মাত্রা আছে। সেগুলো জীবনকে নতুন করে সমৃদ্ধ করে, আমাদের আরও ঋগ্ধ করে। তীব্র কষ্টে পড়ে দেখেছি তার অদ্ভুত এক নেশা আছে। জীবনকে ভালোবাসিয়ে দেবার নেশা। তাই কষ্টকে আর ভয় লাগেনা তেমন। হাসি

----------------
স্বপ্ন হোক শক্তি

মৃত্যুময় ঈষৎ(অফলাইন) এর ছবি

চলুক

ফকির লালন এর ছবি

কষ্ট কিংবা সুখ তার চে আমরা কি কমফোর্টেই বলি দেইনি আমাদের, সেখানে রূপ কিসের, বোধ কোথায়, কেবলই ভোগ আর না পাবার হতাশা, সেই বুঝি সবচে বড় দুঃখ, দুঃখ যে আরো অন্যরকম হতে পারে তাই কি মনে থাকে?

মৃত্যুময় ঈষৎ(অফলাইন) এর ছবি

কবিকে অনেকদিন পর পেলাম।

গভীর জীবনবোধ আর প্রকাশনা অসাধারণ। চলুক

ফকির লালন এর ছবি

ছুটছি যে কেবলই !

তাপস শর্মা এর ছবি

চমৎকার। কি সুন্দর অভিব্যাক্তি... সকল কথার গভীর থেকে এই চোরাস্রোত, জীবনের রঙ, ঝরে যাওয়া হতাশা...

ফকির লালন এর ছবি

জীবনই বটে এক!

অরফিয়াস এর ছবি

যারা জীবনকে ভালোবাসে তারাই আগে চলে যায়, তীব্র ভালোবাসা জীবনের হয়তো পছন্দ নয়, আমরা ভীতু, আমরা জীবন্মৃত, আমাদের অস্থি-চর্মসার শরীর নিচে কোনো আবেগ নেই, কাঠ-পাষাণ আমরাই বেঁচে থাকি ...

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

ফকির লালন এর ছবি

আমরা সব কাঠপাষান...

আমরা সব গলা পর্যন্ত কিসে যে ডুবে আছি কে জানে.........।।

অনার্য সঙ্গীত এর ছবি

দারুণ লাগল কবি হাসি

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

স্পর্শ এর ছবি

অসাধারণ! স্রেফ অসাধারণ!


ইচ্ছার আগুনে জ্বলছি...

উচ্ছলা এর ছবি
সাফিনাজ আরজু এর ছবি

চলুক
চমৎকার !

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।