Frequently Asked Questions - সচলায়তন সম্পর্কে

মূলত পরিচিত কয়েকজন ব্লগার ইন্টারনেটে বাংলায় ভাষায় একটি কাঠামো দাঁড় করার ভাবনা শুরু করেন ২০০৬ সালের মাঝামাঝি সময়ে এসে। তখন বাংলা ইউনিকোড প্রযুক্তি হাতের নাগালে অতোটা আসেনি। এস এম মাহবুব মুর্শেদ ও অরূপ কামাল একটি অনলাইন পরিবর্তক ও লেখনী তৈরি করেন, যার সাহায্যে প্রচলিত ব্যবস্থায় (যেমন বিজয়) লিখিত কোনো বাংলা লেখাকে ইউনিকোডে রূপান্তরিত করা যায় এবং প্রচলিত কির্বোড লেআউট ব্যবহার করেই অনলাইনে লেখা যায়। এটি অত্যন্ত জনপ্রিয় হয়। পাশাপাশি কিছু কম্পোজিং সফটওয়্যার (যেমন অভ্র) বিনামূল্যে অনলাইনে পরিবেশিত হয়। ফলে ব্লগস্পট, ওয়ার্ডপ্রেস, প্রভৃতি ব্লগিং সার্ভিসগুলোতে বাংলায় ব্লগিং হঠাৎ খুব সহজে সম্ভব হয়ে ওঠে। এ সুবিধার কথা মাথায় রেখেই সচলায়তনের কাঠামোটি তৈরির পরিকল্পনা করা হয়।

ধারণাটি নিয়ে নিজেদের মধ্যে মত বিনিময় শুরু হয়েছিলো ২০০৬ এর মাঝামাঝি, সচলায়তনের জন্যে ডোমেইন কেনা হয়েছিলো অগাস্ট ২০০৬ এ, তবে সচলায়তনের মূল কাঠামো দাঁড় করার ব্যাপারটি বেশ একটা ঝোঁকের মাথায় খুব স্বল্প সময়ের মধ্যে শেষ করা হয় ২০০৭ এর মে মাসে।

সাড়ার ব্যাপারটা যদি পাঠকের সংখ্যা দিয়ে বলেন, মন্দ নয়। জুলাই ১, ২০০৭ থেকে জুন ৩১, ২০০৮ পর্যন্ত পরিসংখ্যানটি দেখতে পারেন।

সচলায়তন অনেকখানি আবদ্ধ কাঠামো, যে কেউ চাইলেই নিবন্ধন করে ব্লগিং শুরু করে দিতে পারেন না, বা মন্তব্য প্রকাশ করতে পারেন না, নইলে হয়তো সাড়া আরো বেশি হতো।

সচলায়তন মডারেটেড ব্লগ বলে এর মডারেশনের কাজে প্রায় দুই অংকের একটি মডারেশন টীম নিয়োজিত থাকেন। যেহেতু সচলায়তনের মডারেটরগণ সচলায়তনে নিয়মিত ব্লগিংও করে থাকেন, তাই ব্যক্তি সচল এবং মডারেটর এই দুই পরিচয় প্রকাশ হয়ে পড়লে নৈতিক দ্বন্দ্বের সৃষ্ট হতে পারে। তাই এদের পরিচয় গোপন রাখা হয়।

সচলায়তনের মডারেশনে জড়িতরা অধিকাংশই ২০০৫ থেকে বাংলা ব্লগিং করে আসছেন একসাথে। বিভিন্ন প্রতিকূল অবস্থায় এদের দৃঢ়তা এবং নেতৃত্ব প্রমাণিত। এরা বিভিন্ন রঙের নাম ব্যবহার করে মডারেশন নোট এবং ব্যাখ্যা প্রদান করেন।

সচলায়তনের মডারেটররা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এবং সক পাপেটিং এড়াতে অলিখিতভাবে নিচের কয়েকটি পন্থা অনুসরণ করেন:

১। নিজের পোস্ট বা কমেন্টের ক্ষেত্রে মডারেশন থেকে বিরত থাকেন
২। এক পোস্টে একাধিক ভূমিকায় অবতীর্ণ হন না
৩। কোনো বিতর্কে জড়িত থাকলে, মডারেটরদের আলোচনায় সক্রিয় সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকেন।
৪। মডারেটর একাউন্ট থেকে তর্ক করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন না।

এছাড়া যোগাযোগের প্রয়োজনে কয়েকজন মডারেটর নিজ নামে সচলায়তনে অবস্থান করলেও তাদের ক্ষেত্রে উপরোক্ত বিষয়গুলো প্রযোজ্য।

মডারেটরদের সাথে যোগাযোগ করতে হলে contact এট sachalayatan ডট com ইমেইল করতে পারেন।

সচলায়তন নিবন্ধিত সদস্যদের জন্য বেশ ব্যবহারবান্ধব। সচলায়তনের গঠনপ্রক্রিয়াটি নিয়মিত চলমান, সদস্যদের পরামর্শ অনুযায় ফীচার যোগ, বিয়োগ বা পুনর্গঠন করা হচ্ছে অহরহ। অসদস্যদের মূলত মন্তব্যের অধিকার রয়েছে কেবল। এছাড়াও অতিথিরা একটি একাউন্ট (লগইন guest_writer, পাসওয়ার্ড guest) ব্যবহার করে কিছু ব্লগ পোস্ট করে তাদের অবদানের স্বাক্ষর রাখতে পারছেন।

সচলায়তনের পাঁচটি ডোমেইন রয়েছে। তিনটি ইংরেজী এবং দুটি বাংলা। তাছাড়া একটি হোস্ট প্রদত্ত ডোমেইনও রয়েছে। এগুলো হল:

১। sachalayatan.com
২। sachalayatan.net
৩। sachalayatan.org
৪। সচলায়তন.com
৫। সচলায়তন.net
৬। sachalayatan2.xen.prgmr.com

ডোমেইন নাম গুলি হল আসলে মানুষের মনে রাখার মত একটি নাম। এটি ব্রাউজারের ভিতরে দিলে নামটির সাপেক্ষে আইপ সংখ্যা বলে একটি সংখ্যায় পরিবর্তীত হয়ে আপনাদের কাছে ওয়েবসাইটটি আসে। সচলায়তনের ক্ষেত্রে এই সংখ্যাটি নির্ধারিত।

যদি কোন একটি ডোমেইন কাজ না করে তাহলে অন্যগুলি ব্যবহার করে দেখতে পারেন।

সচলায়তন ব্লগে স্বতস্ফূর্ত, ভাবনা উদ্দীপক লেখার আধার হতে চায়। এক একটি লেখা যেন মানুষকে ভাবায়, প্রশ্ন জাগিয়ে তোলে মানুষের মনে, নতুন উদ্যোগের ভাবনা যেন বেরিয়ে আসে বিতর্কের মধ্য দিয়ে। এটুকুই আপাতত ভবিষ্যতের ভাবনা।