প্রথম বছরে সচলায়তনের পরিসংখ্যান (আপডেট ১)

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: সোম, ৩০/০৬/২০০৮ - ১১:০৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তনের বর্ষপূর্তিতে এর সকল সদস্যকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা।

গত এক বছরে (জুলাই ১, ২০০৭ থেকে ২৯ জুন, ২০০৮ পর্যন্ত),

সর্বোচ্চ পোস্টাদাতাদের তালিকাঃ



হিমু ১৮৩
মুহম্মদ জুবায়ের ১৩৪
হাসান মোরশেদ ১২০
অরূপ ১১৭
শেখ জলিল ১০৮
এস এম মাহবুব মুর্শেদ ১০০
মাহবুব লীলেন ৯৭
সুমন চৌধুরী ৮৯
আড্ডাবাজ ৭৯
ফকির ইলিয়াস ৭৯
কনফুসিয়াস ৭৮
বিপ্লব রহমান ৭৭
শোহেইল মতাহির চৌধুরী ৭২
সংসারে এক সন্ন্যাসী ৬৯
মুজিব মেহদী ৬৭
সুবিনয় মুস্তফী ৬৭
পরিবর্তনশীল ৬৫
তীরন্দাজ ৬৫
জ্বিনের বাদশা ৬৪
থার্ড আই ৬২
ঝরাপাতা ৬২
ইশতিয়াক রউফ ৬০
অছ্যুৎ বলাই ৬০

সর্বোচ্চ মন্তব্যকারীদের তালিকাঃ



ধুসর গোধূলি ২৮৪৫
আনোয়ার সাদাত শিমুল ২৫৫১
সংসারে এক সন্ন্যাসী ২২৬৬
মুহম্মদ জুবায়ের ১৯৫৭
হাসান মোরশেদ ১৯৩০
হিমু ১৮৩৯
দ্রোহী ১৭৯৩
সুমন চৌধুরী ১৭৬৮
মাহবুব লীলেন ১৬৫৯
এস এম মাহবুব মুর্শেদ ১৬৩৫
পরিবর্তনশীল ১৫৮৩
অমিত আহমেদ ১৪১১
আরিফ জেবতিক ১৩৫২
ইশতিয়াক রউফ ১২৮৯
সৌরভ ১২৪৩
বিপ্লব রহমান ১২১৭
নজমুল আলবাব ১১৪৬
রায়হান আবীর ১১০৮
নজরুল ইসলাম ১০৮০
তারেক ১০৫৭

সর্বাধিক পঠিত পোস্টঃ



গ্রেফতার আরিফ,চাকুরিচ্যুত সুমন্ত আসলাম,আর শেষ রাতে মতি ভাইয়ের বিড়াল মারা - আরিফ জেবতিক

সচলায়তন :: স্বপ্নের শুরু যেভাবে - অরূপ

ফিরে আসুন তসলিমা নাসরিন, আমাদের ঘরের মেয়ে - আরিফ জেবতিক

সমকামিতা (সমপ্রেম) কি প্রকৃতি বিরুদ্ধ? একটি বৈজ্ঞানিক এবং সমাজ-মনঃস্তাত্বিক আলোচনা (পর্ব -১) - অভিজিৎ

জব্বার সাহেবের 'বিজয়' ও কিছু কথা ! - বিপ্রতীপ

একুশের চেতনা নিয়ে মিথ্যাচার - ডাকটিকিট সমাচার - রাগিব

আরিফুর রহমানকে যে কোন শর্ত ছাড়াই মুক্তি দেয়া হোক - সৌরভ

ধর্ম অথবা দৈনন্দিন - নজমুল আলবাব

কারফিউ - বিপ্লব রহমান

সচলস্য গল্পঃ আজ হিমু ভাইয়ের বিয়ে! - পরিবর্তনশীল

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধু সাবধান - লুৎফর রহমান রিটন

দুঃখ ধরার ভরাস্রোতে ।। প্রয়াত কবি সুনীল সাইফুল্লাহ'র কবিতার বই - হাসান মোরশেদ

ভালো থাকুন হুমায়ুন আজাদ - অরূপ

ড: শর্মিলা কি হতে পারবেন গুরুদাসীর মুখোমুখি? - আড্ডাবাজ

একটা লেখা একই সাথে একাধিক ফোরামে পোস্ট করলে সমস্যা কি? - এস্কিমো

ধর্মের জন্য মানুষ, না মানুষের জন্য ধর্ম? - অছ্যুৎ বলাই

হেলথ রিপোর্ট, মেয়ের হাতে - মুহম্মদ জুবায়ের

শুভ যখন অশুভ'র কাছে হেরে যায় - মাসুদা ভাট্টি

লাশ কাটা ঘর - বিপ্লব রহমান

যে কারণে সাপ্তাহিক ২০০০ ঈদ সংখ্যা বাজেয়াপ্ত (পরিবর্ধিত) - শোহেইল মতাহির চৌধুরী

বিয়াল্লিশ হতে আর এগারো বছর বাকি, মা - প্রকৃতিপ্রেমিক

সেনাশাসনের বিরোধিতা মানে সেনাবাহিনীর বিরোধিতা নয় - শোহেইল মতাহির চৌধুরী

গত এক বছরে (জুলাই ১, ২০০৭ থেকে ২৯ জুন, ২০০৮ পর্যন্ত),

  • সচলায়তন ভিজিট করা হয়েছে ২৩৯,৫০৪ বার। ২,৭৪৫,৯৮৪ টি পেজ ভিউ হয়েছে ৩১,৫০৮ টি অ্যাবসলিউট ইউনিক ভিজিট থেকে।

    সচলের মাস পিছু ভিজিটসচলের মাস পিছু ভিজিট

    মাস পিছু অ্যাবসলিউট ইউনিক ভিজিটরমাস পিছু অ্যাবসলিউট ইউনিক ভিজিটর

  • ৬টি মহাদেশের ১০০টি দেশের ২,০৯২ টি শহর থেকে সচলের সদস্য ও পাঠকেরা গত এক বছরে সচলে দৃষ্টি রেখেছেন। ভিজিট সংখ্যা অনুসারে শীর্ষ দশটি দেশ যথাক্রমে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপান, ভারত ও মালয়েশিয়া। শীর্ষ দশটি শহর যথাক্রমে ঢাকা, লন্ডন, সিঙ্গাপুর, কাসেল, মেলবোর্ন, পপলার, মেগুরো, সিডনি, কুয়ালালুমপুর ও মিউনিখ।

    বিশ্বজোড়া সচল সদস্য ও পাঠকের বিস্তৃতিবিশ্বজোড়া সচল সদস্য ও পাঠকের বিস্তৃতি

  • সরাসরি প্রবেশ ও সন্ধানযন্ত্র ছাড়া অন্য যেসব সাইট থেকে সচলায়তনের সূত্র ধরে পাঠকেরা সচলে এসেছেন, সেগুলির মধ্যে শীর্ষে রয়েছে সামহোয়্যারইনব্লগ, ফেসবুক, মুক্তমনা, দৃষ্টিপাত, এনওয়াইবাংলা, প্রজন্ম ফোরাম, অর্কুট, গুরুচন্ডালি, আইইউটিসিআইটি০২ ও ই-বুক.কম। এ ছাড়াও ব্যক্তিগত ব্লগের মধ্যে ব্লগস্পট থেকে দেশিভয়েস, রয়েসয়ে ও রেজওয়ানুল, ওয়ার্ডপ্রেস থেকে বিপ্র, ক্যাডেটকলেজ ও সিরিয়ালকিলার এবং লাইভজার্নাল থেকে বোলোক্স, বনবিবি ও স্টিং-ক্রলার এ প্রদত্ত লিঙ্কের সূত্র ধরে সর্বাধিক ভিজিট এসেছে।

  • সচলে একজন ভিজিটর গড় সময় কাটান ২৯ মিনিট ৫৪ সেকেন্ড, গড়ে ১১.৪৮টি পেজ প্রতি সেশনে ভিজিট করা হয়।

  • ৬৩% ভিজিটর ব্যবহার করেন ইন্টারনেট এক্সপ্লোরার, ৩৩% ফায়ারফক্স, ৩% শতাংশ অপেরা ও ১% অন্যান্য ব্রাউজার।

  • ৯৭.৫% ভিজিটর ব্যবহার করেন উইন্ডোজ, ২% ব্যবহার করেন লিনাক্স এবং ০.৫% ব্যবহার করেন অন্যান্য অপারেটিং সিস্টেম।

  • বেঞ্চমার্কিং এর তথ্যানুযায়ী, গুগল অ্যানালাইটিক্স বেঞ্চমার্কিঙের আওতায় অন্যান্য ম্যাগাজিনের তুলনায় সচলের ভিজিট ১৫৮১% বেশি, অন্যান্য সংবাদপত্রের তুলনায় ৬২৬% বেশি, অন্যান্য ব্লগিং রিসোর্স ও সার্ভিসের তুলনায় ১৭৬৭% বেশি এবং অন্যান্য ফোরাম প্রোভাইডারের তুলনায় ৫৬৫% বেশি। উল্লেখ্য যে এই পরিসংখ্যান স্বল্পসংখ্যক ওয়েবসাইটের নমুনার ওপর ভিত্তি করে প্রাপ্ত।

ধন্যবাদ।


মন্তব্য