পড়ুয়াদের ২০১৫

সন্দেশ এর ছবি
লিখেছেন সন্দেশ (তারিখ: বিষ্যুদ, ৩১/১২/২০১৫ - ১২:২১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ব্লগ শেষ পর্যন্ত যারা পড়তে চান আর লিখতে চান, তাদেরই ময়দান।

২০১৫ সালে আপনার পড়া সেরা বইটি, আর আপনার চোখে নতুন আবিষ্কৃত একজন লেখককে নিয়ে সচলায়তনে লিখুন। বইটি হতে পারে যে কোনো ভাষার, লেখক হতে পারেন যে কোনো দেশের। বইটি যে কোনো বছর প্রকাশিত হতে পারে, তবে আপনাকে সেটি পড়ে থাকতে হবে ২০১৫ সালেই। একই ভাবে, লেখককেও হতে হবে ২০১৫ সালে আপনার চোখে প্রথম আবিষ্কার।

একেক পড়ুয়ার মাপকাঠি একেক রকম, তাই বিচিত্র সব বই আর বিচিত্রতর লেখক আপনাদের আলোচনায় উঠে আসবে, এমনই আশা করি।

নতুন বছরের প্রথম মাসটিতে বই নিয়ে আলোচনায় সরগরম থাকুক সচলায়তন।

ধন্যবাদ।


মন্তব্য

সাক্ষী সত্যানন্দ এর ছবি

হাততালি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মেফিস্টো  এর ছবি

কোনো বই নিয়ে লিখতে হবে কি আলাদা পোস্ট এ?

হিমু এর ছবি

আলাদা পোস্টে তো বটেই।

মেফিস্টো  এর ছবি

চলুক

সজীব ওসমান এর ছবি

ভালোদ্যোগ চলুক

মাহবুব লীলেন এর ছবি

পুরানা বই যদি ২০১৫তে আরেকবার পড়ে থাকি
আর যদি পুরানা আবিষ্কার করা লেখকরে আরেকবার আবিষ্কার করি
তবে কি লিখতে পারব?

(নতুন সিলেবাস অনেক কঠিন। তাই পুরানা সিলেবাসের বই বারবার পড়ি)

এক লহমা এর ছবি

নতুন বইয়ের পড়ুয়া নতুন পাঠে আবিষ্কারের গল্প লিখবেন। আপনে আপনার আবিষ্কারের খবর জানান। আমাদের, ব্লগ-পাঠকদের দুটোতেই চলবে বলেই ত মনে হয়।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

এক লহমা এর ছবি

চলুক

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

অতিথি লেখক এর ছবি

দারুণ, দারুণ হাততালি

দেবদ্যুতি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সুপার আইডিয়া। টপিকটা এভাবে না বললে হয়তো এটা নিয়ে যে লেখা যায় সেটা মাথাতেই আসতো না।
লেখার রসদ আছে। লিখবো।

দ্রোহী এর ছবি

২০১৫ সালে আমার পড়া সেরা বই হচ্ছে ইয়াহুদি নাছারা লেখক ‌Yuval Noah Harari বিরচিত Sapiens: A Brief History of Humankind

মানবজাতির ইতিহাস নিয়ে লেখা বইগুলোর লিস্টে একেবারে উপরের দিকে থাকবে বইটা। তবে বইটাতে যেভাবে ধর্মগুলোকে কাটাছেঁড়া করা হয়েছে তাতে করে মনে হয় না এই বইয়ের বঙ্গানুবাদ করা বা এই বই নিয়ে বাংলাভাষায় আলাপ আলোচনা করা বুদ্ধিমানের কাজ হবে।

তানভীর এর ছবি

মুদ্রা সংগ্রাহক এর ছবি

একটু বিস্তারিত বলা যাবে কি? আপনার মন্তব্য পড়ে বইটি পড়ার জন‌্য বেশ আগ্রহ তৈরী হচ্ছে।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

ছাপানো হয়তো যাবে না, ই-বই?

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

মন মাঝি এর ছবি

হারারির বইটা কিনেছি, কিন্তুক পড়া এখনো শুরু করতে পারি নাই। ইন্টারনেটে লেখকের দুয়েকটা সাক্ষাৎকার / লেকচার দেখে আর অন্যত্র কিছু রিভিউ পড়ে ফাটাফাটি হবে বলেই মনে হচ্ছে।

মানবজাতির ইতিহাস নিয়ে লেখা বইগুলোর লিস্টে....

বিশেষভাবে "মানবজাতির ইতিহাস" নিয়ে আসলে সত্যিকারের উচ্চমানের ও পূর্ণাঙ্গ ১/২ খণ্ডের কোন বইপত্তর বোধহয় তেমন কিছু নাই। আপনার ঐ লিস্টে ইংরেজিতে ২টার বেশি বই না থাকার সমূহ সম্ভাবনা। আমার মতে অন্য বইটা হবে H.G. Wells-এর "The Outline of History" (উইকি , আমাজন)। এটা একটা বিশালায়তন কিন্তু অসামান্য, অতুলনীয়, অসম্ভব বিদগ্ধ ও সুখপাঠ্য একটা ক্লাসিক। কিছুটা পুরনো হয়ে গেছে বটে (লেখকের জীবদ্দশায় সর্বশেষ সংস্করণঃ ১৯৩৭-এ আর পরিবর্ধিত সর্বশেষ সংস্করণঃ ১৯৭১), কিন্তু প্রাসঙ্গিকতা হারায়নি মোটেও। পড়েছি বহুকাল আগে, কিন্তু মুখে / মনে স্বাদ লেগে আছে আজও।

****************************************

নীলকমলিনী এর ছবি

আমি এই বছর বেশ কিছু বাংলা ইংলিশ বই পড়েছি.
মায়া এঞ্জেলর জীবনীর আটখন্ড পড়তে খুব ভাল লাগছে। এখনও পড়া শেষ হইনি। তবে এবছর যে বইটি পড়ে সবচে আনন্দিত হয়েছি সেটি আমার মেয়ের লেখা.
২০১৫ র ১১ ই আগস্ট পেঙ্গুইন থেকে প্রকাশিত হয়েছে .
বই টির নাম ব্রাইট লাইন্স। লেখিকার নাম তন্বী নন্দিনী ইসলাম।

এক লহমা এর ছবি

"২০১৫ র ১১ ই আগস্ট পেঙ্গুইন থেকে প্রকাশিত হয়েছে .
বই টির নাম ব্রাইট লাইন্স। লেখিকার নাম তন্বী নন্দিনী ইসলাম।"

বাঃ! চমৎকার! তন্বীকে অভিনন্দন। আপনাকেও।

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সুলতানা সাদিয়া এর ছবি

চলুক

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

চরম উদাস এর ছবি

জটিল আইডিয়া। কিন্তু আমার রিভিউ পড়ার পর যদি সন্দেশ আমারে পিডাইতে আসে তাইলে আমার কোন দোষ নাই। আমার এই বছরের আবিস্কার কাসেম বিন আবুবাকার (আই নো আই এম ঠু লেইট)। তার কালজয়ী উপন্যাস 'ফুটন্ত গোলাপ' নিয়েই লিখছি আমার রিভিউ।
আর "২০১৫ বইচিত্র" এই কমন ট্যাগ সবাই যেন ব্যবহার করে। খুঁজে পেতে সুবিধা হবে।

রকিবুল ইসলাম কমল এর ছবি

হো হো হো
শুনেই হাসি আসতেছে! পড়ার অপেক্ষায় রইলাম।

রানা মেহের এর ছবি

এই আইডিয়াটা খুব ভালো হয়েছে। সন্দেশকে ধন্যবাদ।

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তারেক অণু এর ছবি
মনিরুল আলম এর ছবি

এটি একটি ভালো উদ্যোগ হয়েছে।

চন্দ্র এর ছবি

আইডিয়া টা সত্যিই খুবই প্রসংসনীয়

আয়নামতি এর ছবি

এই দারুণ উদ্যোগের জন্য ব্যাপক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-। ব্যাটে বলে হইলে মাসের শেষে একখান লেখা দেবার ইচ্ছে থাকলো।

অতিথি লেখক এর ছবি

এই আইডিয়াটা খুব ভালো হয়েছে।

অতিথি লেখক এর ছবি

খুব ভাল লেগেছে
shakil mohammad sahroardi

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।