সচলায়তনের মডারেশনে কারা জড়িত?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: মঙ্গল, ২২/০৬/২০১০ - ৮:৩৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

সচলায়তন মডারেটেড ব্লগ বলে এর মডারেশনের কাজে প্রায় দুই অংকের একটি মডারেশন টীম নিয়োজিত থাকেন। যেহেতু সচলায়তনের মডারেটরগণ সচলায়তনে নিয়মিত ব্লগিংও করে থাকেন, তাই ব্যক্তি সচল এবং মডারেটর এই দুই পরিচয় প্রকাশ হয়ে পড়লে নৈতিক দ্বন্দ্বের সৃষ্ট হতে পারে। তাই এদের পরিচয় গোপন রাখা হয়।

সচলায়তনের মডারেশনে জড়িতরা অধিকাংশই ২০০৫ থেকে বাংলা ব্লগিং করে আসছেন একসাথে। বিভিন্ন প্রতিকূল অবস্থায় এদের দৃঢ়তা এবং নেতৃত্ব প্রমাণিত। এরা বিভিন্ন রঙের নাম ব্যবহার করে মডারেশন নোট এবং ব্যাখ্যা প্রদান করেন।

সচলায়তনের মডারেটররা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট এবং সক পাপেটিং এড়াতে অলিখিতভাবে নিচের কয়েকটি পন্থা অনুসরণ করেন:

১। নিজের পোস্ট বা কমেন্টের ক্ষেত্রে মডারেশন থেকে বিরত থাকেন
২। এক পোস্টে একাধিক ভূমিকায় অবতীর্ণ হন না
৩। কোনো বিতর্কে জড়িত থাকলে, মডারেটরদের আলোচনায় সক্রিয় সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকেন।
৪। মডারেটর একাউন্ট থেকে তর্ক করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন না।

এছাড়া যোগাযোগের প্রয়োজনে কয়েকজন মডারেটর নিজ নামে সচলায়তনে অবস্থান করলেও তাদের ক্ষেত্রে উপরোক্ত বিষয়গুলো প্রযোজ্য।

মডারেটরদের সাথে যোগাযোগ করতে হলে contact এট sachalayatan ডট com ইমেইল করতে পারেন।