যাপিত জীবন অক্টোপাসের মতো

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: শুক্র, ২০/০৩/২০২০ - ১২:১৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

মানুষ টানুস, টেকা টুকা, আর ইকোনমি খাউয়ার পরে করোনা ভাইরাস ছুটিটাও খেয়ে ফেলল সুড়ুৎ করে।
দেশ ছেড়ে এসেছি ছয় বছর।
বয়স খাউয়ার পর এডভাইজার ঢেকুর তুলে বলল, পোস্ট ডক খাউ?
এদিকে এক্স পেমিকাকে খাউয়ার পর তার জামাই ইনস্টাগ্রামে ছবি দিয়ে বলে, হ্যালো ফ্রান্স, দুনিয়ার সকল শান্তি এই খাউয়াতেই।

ছোট ভাইটাও দাঁড়ি মোচ পাকিয়ে আন্ডারগ্রাজুয়েট খেয়ে ফেলল।
ছোট বোনটার বাচ্চাও আঙ্গুল খায় ভিডিও চ্যাটে।
আর আমার নীলক্ষেতে গিয়ে কাচ্চি খাউয়া হলো না।

চাকরী শুরুর আগে একমাস ছুটি নিয়ে ভেবেছিলুম কাচ্চি খাবো।
করোনা ভাইরাস ছুটি খেয়ে ফেলে এদিক ওদিক তাকায়।
চাকরী আর কাচ্চি দুইই খেয়ে ফেললে আমি আর কি খাবো?

যাপিত জীবন অক্টোপাসের মতো জড়িয়ে ধরে রাখে।
আর ধীর পায়ে আমাকে ঘিরে ধরে করোনা ভাইরাস।


মন্তব্য

জি.এম.তানিম এর ছবি

কবিতা অসাধারণ হয়েছে।

প্রথম লাইনে "খাউয়ার পরে" এর পরে, আর চতুর্থ লাইনে ইন্সটাগ্রামে এর পরে একটা ক্যারেজ রিটার্ন দিলে দেখতে সুন্দর লাগতো।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

Dip এর ছবি

"পেমিকা খাউয়া" শব্দযুগল সেক্সিস্ট মনে হচ্ছে

সুমন চৌধুরী এর ছবি

ভালৈছে।

শেষের দুই লাইন না থাকলেও ভাল্লাগতো হাসি

অতিথি লেখক এর ছবি

রসালো

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।