শ্রোডিঙ্গারের বিড়াল

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
লিখেছেন এস এম মাহবুব মুর্শেদ (তারিখ: বিষ্যুদ, ০৬/০৬/২০১৯ - ৪:০১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

অতি ধীরে ভালোবাসার বিবর্তন ঘটে যায়।
শব্দে শব্দে তিল তিল করে আমাদের বিবর্তন ঘটে যায়;
ফেইসবুকের চ্যাট উইন্ডোতে, স্ট্যাটাসে, মেসেজে, ছবিতে...

আমরা একে অপরের ছবিতে লাইক দিতে ভালোবাসি।
ভালোবাসি মন্তব্যে, চ্যাটে।
কাছাকাছি আসি, তবু দূরে থেকে যাই।

মনে মনে আমরা শ্রোডিঙ্গারের বাক্স হাত বদল করি।
কিন্তু বাক্স খুলতে আমাদের নিতান্ত ভয় হয়।
যদি শ্রোডিঙ্গারের বিড়াল মরে গিয়ে থাকে?
যদি আমাদের এই কাছে আসা ভুল হয়ে থাকে?

অতি ধীরে ভালোবাসার বিবর্তন ঘটে যায়।
অতি ধীরে আমরা কাছাকাছি আসি।
কিংবা আসিনা।
শ্রোডিঙ্গারের বাক্স হাত বদল হতে থাকে।
কিন্তু কারো রিলেশনশিপ স্ট্যাটাস আর বদলায় না।

-----

২০১১ তে লেখাটি পাজি নজমুল আলবাব অপু ভায়াকে দিয়েছিলুম এক ইবুকে প্রকাশের জন্য। আট বছর পর স্যারে রিজেকশন পাঠিয়েছেন। এখানেই তুলে রাখলাম তাই।


মন্তব্য

নজমুল আলবাব এর ছবি

দুষ্টু লোক বালবাবের পুশি ছাই

অবনীল এর ছবি

শ্রোডিঙ্গারের বিড়াল মারতে হয় প্রথম রাতে। কিন্তু চান্স সবসময় ফিফটি ফিফটি।

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

কর্ণজয় এর ছবি

ঠিক।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মারবো তাহলে?

অবনীল এর ছবি

বলেন কি? এতদিন তাহলে বাক্স খুলে মরা বিড়াল পাইছেন ? দেঁতো হাসি

___________________________________
অন্তর্জালিক ঠিকানা

অতিথি লেখক এর ছবি

ভাল লাগলো

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ

কীর্তিনাশা এর ছবি

লেখাটা চমৎকার লাগল, মুর্শেদ ভাই।
বাউল ভাই-এর কর্মকান্ডে মজা পেলাম। হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ধন্যবাদ।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

গুল্লি

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

এক লহমা এর ছবি

দেঁতো হাসি পুরাই আধুনিক কাব্য। খাসা হয়েছে। কিন্তুক, এইটা রিজেকশন!! কেন? কি করে? হাসি

--------------------------------------------------------

এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।

এক লহমার... টুকিটাকি

সৌখিন  এর ছবি

ভালো লাগলো

বিজয় কেতন এর ছবি

ভালো লাগেনি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।