ত্র

যান্ত্রিক এর ছবি
লিখেছেন যান্ত্রিক [অতিথি] (তারিখ: শুক্র, ২৯/০৮/২০০৮ - ২:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

---------------------যান্ত্রিক-------------------------
১। জলে নামছি
ডাঙায় উঠছি
কিছু কি আদৌ করছি ?

২। শাদা বাড়িতে সকালের রোদ
রাতের নক্ষত্রেরা ঢেকে যায়
আমাদের মত করে ।

৩। একটি বুলেট
এগিয়ে আসে
দুজনের স্বপ্ন ভাসে।

৪। যাচ্ছি
যাব
যেতে হয় সবকালে ।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

৪। যাচ্ছি
যাব
যেতে হয় সবকালে ।

_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

হাসান মোরশেদ এর ছবি

ভালো লাগলো । আরো পড়তে চাই ।

'ত্র' মানে কি?
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

ভূঁতের বাচ্চা এর ছবি

পড়লাম। আরো লিখতে থাকুন।

--------------------------------------------------------

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।