ত্রি -০১

যান্ত্রিক এর ছবি
লিখেছেন যান্ত্রিক [অতিথি] (তারিখ: মঙ্গল, ০২/০৯/২০০৮ - ১:০৩পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১॥ পাহাড় বসে আছে মাথার উপর অনেকদিন ধরে
কেউ কি আছেন ? পাহাড়টাকে সরে যেতে বলেন
দাড়াতে পারছি না ।

২॥ জলের উপর ভাসতে জানি
জলের মধ্যে ডুবতে জানি
জলের মধ্যে জলজ হয়ে জড়াতে জানি না ।

৩॥ আমি
তুমি
আমরা সংক্রান্ত বিবাদ ।


মন্তব্য

নিঝুম এর ছবি

কিছু মনে করবেন না যান্ত্রিক , এক নাম্বার কবিতার মতন ঠিক একটা কবিতা শ্রদ্ধেয় কবি হেলাল হাফিজ লিখেছিলেন অনেক আগে । কবিতায় এই রকম মিল হয়ে যাওয়া বেশ ইউনিক ব্যাপার । এনিওয়ে... ভালো লাগলো ।
--------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

যান্ত্রিক এর ছবি

তাই নাকি ? আশ্চর্যতো । কবিতাটা পেলে একটু কষ্ট করে দিয়েন । পড়ে দেখব । ধন্যবাদ ।
---------------------------------------------
মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়

---------------------------------------------
মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়

হাসান মোরশেদ এর ছবি

'আকাশকে আরো উপরে যেতে বলো
আমি দাঁড়াতে পারছিনা'

হেলাল হাফিজ নাকি রুদ্র' র এরকম একটা লাইন আছে । স্মৃতিজাত বলে সঠিক লাইন এবং কবির নামে নিশ্চিত করতে পারছিনা ।
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

অনিকেত এর ছবি

আমার কিন্তু বেশ লাগল কবিতা গুলো।

আরো শুনতে চাই---

যান্ত্রিক এর ছবি

হ্যাঁ আরও শোনানোর ইচ্ছা আছে ।
-------------------------------------------
মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়

---------------------------------------------
মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়

নিঝুম এর ছবি

আমি মোটামুটি নিশ্চিত হেলাল হাফিজের হবে ,রুদ্র'র না । তার কবিতার কার্ড বের হত । নাইন-টেন এ থাকতে পড়েছিলাম । আপনি যদি ঢাকায় থেকে থাকেন তাহলে তার প্রেমের কবিতার কার্ড গুলো দেখতে পারেন ।

আপনার কবিতাগুলো কিন্তু চমতকার । চালিয়ে যান ।
--------------------------------------------------------
... বাড়িতে বউ ছেলেমেয়ের গালি খাবেন, 'কীসের মুক্তিযোদ্ধা তুমি, কী দিয়েছ আমাদের'? তিনি তখন আবারো বাড়ির বাইরে যাবেন, আবারো কান পাতবেন, মা জননী কি ডাক দিল?

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

মূর্তালা রামাত এর ছবি

হেলাল হাফিজের কবিতা

কেউ কি আছেন
আকাশটাকে একটু উপরে উঠতে বলুন
আমি দাঁড়াতে পারছি না

অনুবাদ: সৈয়দ মনজুরুল ইসলাম

Who is there
Whoever you are
Please tell the sky to lift itself up a bit
I can not stand up straight
.

মূর্তালা রামাত

যান্ত্রিক এর ছবি

ধন্যবাদ ।
---------------------------------------------
মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়
(বিনয়)

---------------------------------------------
মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায়

গৌতম এর ছবি

জলের উপর ভাসতে জানি
জলের মধ্যে ডুবতে জানি
জলের মধ্যে জলজ হয়ে জড়াতে জানি না ।

--- সুন্দর। আমরা জলের মধ্যে চড়তেও জানি না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

পলাশ দত্ত এর ছবি

হে সারথি তোমার রথ থামাও
আর আমার এই বিষাদকে
একটু ধরো

[কবি আবু হাসান শাহরিয়ারের কাছ থেকে অনেকবার শুনেছি ওপরের পঙক্তিগুলো; কিন্তু কবির নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। সুভাষ মুখোপাধ্যায় কি?]

আপনার কবিতাটা পড়ে আমার-শোনা-কবিতাটার রিদম আর কবিতাটা মনে পড়লো। দুটোই সুখপাঠ্য।।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

@ পলাশ দত্ত...
আপনি নিশ্চিত পঙক্তিগুলো এরকম?

সুভাষ মুখোপাধ্যায়ের পায়ে পায়ে কবিতার কটা পঙক্তি দিলাম...

হে বিষাদ, তুমি যাও
এখন আমার সময় নেই,
তুমি যাও।

তবে আপনার বলা পঙক্তিগুলো অন্য কবির হতে পারে আবার হয়তো সুভাষেরও হতে পারে... কতটুকুই বা পড়েছি!! যতোটুকু পড়েছি তাওতো ছাই সব ভুলে গেছি। আর এখন তো পড়তেই ভুলে গেছি।

@ যান্ত্রিক
ত্রি সিরিজটা চলুক... পড়তে থাকি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

পলাশ দত্ত এর ছবি

আসলে আমারও ঠিক মনে পড়তেছে না।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

ভূঁতের বাচ্চা এর ছবি

হুম্‌, ভালাই তো লাগতাছে।
চালায় যান।

--------------------------------------------------------

অতন্দ্র প্রহরী এর ছবি

চলুক।
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।