পোলাটার সখ বড় পিরীতে

খন্দকার আলমগীর হোসেন এর ছবি
লিখেছেন খন্দকার আলমগীর হোসেন [অতিথি] (তারিখ: সোম, ১১/০৪/২০১১ - ১০:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পোলাটার সখ বড় পিরীতে,
তাই থাকে করিডোরে সিঁড়িতে,
মেয়েদের পিছু পিছু ফিরিতে,
কোনভাবে কারো কাছে ভিড়িতে।

একদিন ধ্যান ছিল চলাতে,
কাব্যিক কিছু কথা বলাতে,
পার্শ্বের মেয়েটারে গলাতে।

ডান পা’টা হড়কালো কলাতে,
পড়ে গেলো নীচকার জলাতে,
এই বুঝি যায় ডুবে তলাতে।

মাইয়াটা কেঁদে ওঠে ডুকরে.
যেনো তার কলিজের টুকরে,
তার প্রতি ছিলো উৎসুক রে,
সেই ঘোরে পেলো ব্যথাটুক রে,
-অপরাধবোধ খায় ঠুকরে।

সেই থেকে দোঁহে ওরা পিরীতে,
প্রেম জগতের সেই গিরিতে,
যাহা হতে পথ নেই ফিরিতে,
বসে গিয়ে-বিবাহের পিঁড়িতে।।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

বেশ ভালো লাগলো পড়তে।
বন্দনা

অতিথি লেখক এর ছবি

আপনার ভাল লেগেছে জেনে কৃতজ্ঞতা।

খন্দকার আলমগীর হোসেন

অতিথি লেখক এর ছবি

যাক, আপনার কবিতার নায়কের শেষ পর্যন্ত একটা মিলন হল। সবাই বলেন আলহামদুলিল্লাহ্।

অনন্ত আত্মা

অতিথি লেখক এর ছবি

বাস্তবে যে মিলন হয়েছিল, তাই। আলহামদুলিল্লাহ্।

খন্দকার আলমগীর হোসেন

অতিথি লেখক এর ছবি

মজা পেলাম পড়ে।

---আশফাক

খন্দকার আলমগীর  এর ছবি

মজা পেলেন জেনে ভাল লাগলো ভাই। আপনাকে অশেষ ধন্যবাদ।

খন্দকার আলমগীর হোসেন

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক

______________________________________
পথই আমার পথের আড়াল

খন্দকার আলমগীর  এর ছবি

আপনাকে আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

খন্দকার আলমগীর হোসেন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।